ফেডারেশনের বৈঠকের পরেও অনিশ্চয়তায় আইএসএল, নজরে আদালতের শুনানি

isl-captains-sign-petition-for-supreme-court-over-league-crisis

শেষ সিজন পর্যন্ত স্বাভাবিকভাবেই পরিচালিত হয়েছে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। গত দশ বছর এফএসডিএল আইএসএলের (ISL uncertainty) দায়িত্বে থাকলেও এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। বহু পরিকল্পনা অনুযায়ী গত ৫ই নভেম্বর পর্যন্ত বিড জমা করার দিনক্ষণ স্থির করা হলেও পরবর্তীতে আরও কিছুদিন তা বাড়ানো হয়। কিন্তু তারপরেও মেলেনি সমাধান। আসলে বিড জমা করতে দেখা যায়নি কোনও সংস্থাকে। যা নিঃসন্দেহে চিন্তায় ফেলে দিয়েছিল সকলকে। পরবর্তীতে দেশের প্রথম সারির দল গুলির সঙ্গে বৈঠক ডেকেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

Advertisements

যেখানে আইএসএলের পাশাপাশি আইলিগের দলগুলিকে নিয়ে ও আলোচনায় বসতে চেয়েছিল ফুটবল সংস্থা। কিন্তু সেখানে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল খুব কম সংখ্যক ফুটবল দলের কর্নধারদের। তারপর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবীর সঙ্গে আলোচনায় অংশ নেয় দল গুলি। কিন্তু তবুও বেড়িয়ে আসেনি চূড়ান্ত সমাধান সূত্র। সেই নিয়ে যথেষ্ট চিন্তায় দেশের ফুটবলপ্রেমীরা। যারফলে এই সিজনে আদৌও আইএসএল আয়োজিত হবে কিনা সেই প্রশ্নের উত্তর এখনও নেই কারুর কাছে। তবুও গত কয়েকদিন আগেই জানা গিয়েছিল যে দেশের প্রথম সারির দল গুলির সঙ্গে মঙ্গলবার আলোচনায় বসছে এআইএফএফ।

   
Advertisements

কিন্তু সেখানেও দেখা গেল এক মিশ্র পরিস্থিতি। যেখানে অংশ নিতে দেখা যায়নি একাধিক ফুটবল ক্লাবকে। পরবর্তীতে সকলের সুবিধার কথা মাথায় রেখে অনলাইনে বৈঠকের আয়োজন করা হলেও সেখানেও গড় হাজির থেকেছে দল গুলি। জানা গিয়েছে, এদিনের এই বৈঠকে সকলের কাছে স্পষ্ট করে দেওয়া হয়েছে বর্তমান পরিস্থিতি। সেই সাথে অবগত করা হয়েছে সুপ্রিম কোর্টকে। আগামী বৃহস্পতিবার রয়েছে আদালতের পরবর্তী শুনানির দিনক্ষণ। এখন আদালতের নির্দেশের দিকেই নজর রয়েছে প্রত্যেকের।