সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সম্মতি প্রকাশ দুই প্রধানের

isl-supreme-court-intervention-mb-east-bengal-support

দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ নিয়ে জটিলতা অব্যাহত। চলতি মাসের শুরুতে আইএসএলের (ISL) বিড জমা করার দিনক্ষণ স্থির হলেও মেলেনি সুফল। বর্ধিত সময়ের পরে ও টেন্ডারে অংশ নিতে দেখা যায়নি কোনও সংস্থাকে। তারপর থেকেই টুর্নামেন্টের আয়োজন নিয়ে তোলপাড় দেশের ফুটবল মহল। পরবর্তীতে দেশের ক্লাব গুলির সঙ্গে বৈঠকে বসেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কিন্তু বেড়িয়ে আসেনি সমাধান সূত্র। পরবর্তীতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিল দলগুলি। সেখানে নিজেদের সমস্ত দাবিদাওয়া গুলি তুলে ধরা হয়েছিল তাঁদের তরফে।

Advertisements

সেদিকে নজর রয়েছে সকলের। তারপরেই গত ১৮ই নভেম্বর দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলের অংশগ্রহণকারী দলগুলির সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিল সর্বভারতীয় ফুটবল সংস্থা। কিন্তু স্বশরীরে এই বৈঠকে অংশ নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল ক্লাবের প্রতিনিধিদের। নির্ধারিত দিনক্ষণের আগে সেটি ইমেইল করে জানানো হয়েছিল তাঁদের তরফে। তারপর অনলাইন বৈঠকে অংশ নেয় দলগুলি। সেখানেই প্রথম ডিভিশন ফুটবল লিগ নিয়ে বর্তমান অবস্থান স্পষ্ট করে দেয় এআইএফএফ। বলতে গেলে তারপর থেকেই আদালতের হস্তক্ষেপের দিকে নজর রয়েছে প্রত্যেকের।

   

তবে গতকাল বিভিন্ন মাধ্যম সূত্রে জানা গিয়েছিল যে ফেডারেশনের এই বৈঠকে নাকি অংশগ্রহণ করেনি কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। যদিও পরবর্তীতে সমস্ত কিছু স্পষ্ট করে দেয় এআইএফএফ। সেই অনুযায়ী মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ও ইন্ডিয়ান সুপার লিগের বারোটি ক্লাবের মধ্যে রয়েছে যারা মহামান্য আদালতের হস্তক্ষেপের জন্য সহমত পোষণ করেছে। এবার আসন্ন শুনানির দিকে নজর রয়েছে প্রত্যেকের। বলাবাহুল্য, গত দশটি বছর ধরে প্রথম সারির এই ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সম্পূর্ণ দায়িত্ব পালন করে এসেছে এফএসডিএল।

Advertisements

কিন্তু এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। যারফলে আদৌ এই টুর্নামেন্ট আর আয়োজিত হবে কিনা কিংবা এর বিকল্প হিসেবে অন্য কোনও টুর্নামেন্ট শুরু হবে কিনা সেই উত্তর খুঁজে বেড়াচ্ছে সকলে‌।