ISL: সবুজ-মেরুনের এই বিদেশি তারকা এবার মাঠ মাতাবেন বেঙ্গালুরু এফসি’র হয়ে

Star Spanish midfielder Javier Hernandez

আগামী মরশুমের আইএসএলে (ISL) বেঙ্গালুরু এফসি’র হয়ে খেলতে দেখা যাবে তারকা স্প‍্যানিশ মিডফিল্ডার জাভিয়ের হার্নান্দেজ’কে। ২০১৯-২০ মরশুমে এটিকে মোহনবাগানের আইএসএল চ‍্যাম্পিয়ান হওয়ার তার অবদান ছিলো অতুলনীয়।

পরের বার’ও সবুজ মেরুন শিবিরের রানার্স আপ দলের সদস্য ছিলেন তিনি। এরপর হাবাসের পরিকল্পনায় না থাকায় তিনি গেছিলেন ওড়িশা এফসি’তে। নতুন ক্লাবের প্রথম দুই ম‍্যাচে বেঙ্গালুরু এফসি,ইস্টবেঙ্গলের বিপক্ষে গোল করেছিলেন। প্লে মেকার হিসেবে সুপরিচিত হার্নান্দেজ ফরোয়ার্ড এবং সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবেও খেলতে পারেন।

   

এর আগে মোহনবাগানের প্রবীর দাস যোগদান করেছিলেন বেঙ্গালুরু’তে। বছর তিনেকের চুক্তি’তে প্রবীর যোগদান করেছিলেন । সোমবার এই খবর নিজেদের ট‍্যুইটার হ‍্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দিয়েছিল সংশ্লিষ্ট ক্লাব। আশিক কুরুনিয়নের ক্লাব ছাড়ার পর জোর জল্পনা শুরু হয় বেঙ্গালুরু’তে যোগদান করবেন প্রবীর। একাধিক পজিশনে খেলতে পারেন প্রবীর,উইং ব‍্যাকের পাশাপাশি খেলতে পারেন মিডফিল্ড পজিশনে।

বর্তমানে ভারতের ফুটবলের তারকা বঙ্গসন্তান’কে পেয়ে দারুণ খুশি তার ক্লাব। এবার বেঙ্গালুরু খেলতে নামবে নতুন কোচ সাইমন গ্রেসনের কোচিংয়ে,নতুন ক্লাব, নতুন কোচের সহচার্যে কিভাবে নিজেকে মেলে ধরেন প্রবীর,এখন সেটাই দেখার বিষয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন