আগের সিজনটা খুব একটা ভালো যায়নি মুম্বাই সিটি এফসির (Tiri preparation)। মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ড্র করেই টুর্নামেন্ট শুরু করেছিল পেট্র ক্র্যাটকির ছেলেরা। তারপর দ্বিতীয় ম্যাচে ও আটকে যেতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে। পরবর্তীতে ফের দল ঘুরে দাঁড়ালেও সেটা বজায় থাকেনি বেশিদিন। চেন্নাইয়িন এফসি থেকে শুরু করে পাঞ্জাব এফসি হোক কিংবা নর্থইস্ট ইউনাইটেড।
আইএসএলের একাধিক ফুটবল দলের কাছে আটকে যেতে হয়েছিল দুইবারের আইএসএল জয়ী এই দলকে। যার প্রভাব পড়েছিল লিগ টেবিলে। সেই নিয়ে হতাশ ছিল সকল সমর্থকরা। কিন্তু সময়ের সাথে সাথেই বদলাতে শুরু করে পরিস্থিতি। আইএসএলের দ্বিতীয় লেগে একের পর এক দলকে টেক্কা দিয়ে প্লে-অফ নিশ্চিত করেছিল বাণিজ্য নগরীর এই দল।
রাজ্য পুলিশ নিয়োগে বেলাগাম কারচুপির অভিযোগ তরুণজ্যোতির
লিগের শেষ অ্যাওয়ে ম্যাচে অনায়াসেই তাঁরা আটকে দিয়েছিল শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে। যারফলে ষষ্ঠ স্থান অধিকার করেছিল লালিয়ানজুয়ালা ছাংতেরা। তারপর আন্তর্জাতিক বিরতির পর প্রথম নকআউট ম্যাচ খেলতে নেমেছিল মুম্বাই শিবির। যেখানে তাঁদের পুনরায় লড়াই করতে হয়েছিল জেরার্ড জারাগোজার শক্তিশালী বেঙ্গালুরু এফসির সঙ্গে।
পূর্বে লিগ ম্যাচ তথা নিয়ম রক্ষার ম্যাচে মুম্বাই সিটির দাপট থাকলে ও সেটা বজায় থাকেনি চ্যাম্পিয়নশিপ রাউন্ডে। অনায়াসেই জয় পেয়েছিল সুনীল ব্রিগেড। সেই হতাশা ভুলে গতবারের কলিঙ্গ সুপার কাপে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য ছিল রনবীর কাপুরের দলের। সেইমতো শুরু ও করেছিল সকলে। কিন্তু তা বজায় থাকেনি বেশিদিন।
ছিটকে যেতে হয়েছিল সর্বভারতীয় এই টুর্নামেন্ট থেকে। যারফলে খালি হাতেই শেষ হয়েছে মরসুম। যা নিঃসন্দেহে ছিল বিরাট ধাক্কা। তবে সেই হতাশা ভুলে বহু আগে থেকেই নতুন সিজনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট।
দলের বেশ কিছু ফুটবলারদের বদল করার পাশাপাশি পুরনো কিছু ফুটবলারের সঙ্গে নয়া চুক্তি বাড়িয়ে নিয়েছিল পেট্র ক্র্যাটকির দল। যার মধ্যে অন্যতম ছিলেন জোসে লুইস এস্পিনোসা অ্যারোয়ো ওরফে তিরি। একটা সময় এই দলের জার্সিতেই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিলেন এই স্প্যানিশ তারকা। এমন গত আইএসএল ফুটবল মরসুমে একটি গোলের পাশাপাশি দুইটি অ্যাসিস্ট ও ছিল তাঁর।
নয়া মরসুমে ও সেই ছন্দ বজায় রাখতে মরিয়া এই স্প্যানিশ তারকা। হাতে মাত্র দুটো দিন। তারপরেই এবারের সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপের সেমিফাইনালে নামবে মুম্বাই সিটি এফসি। যেখানে তাঁদের লড়াই করতে হবে মানোলো মার্কেজের এফসি গোয়ার বিপক্ষে।
এখন এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠতে বদ্ধপরিকর মুম্বাই। সেইমতো দলকে প্রস্তুত করছেন কোচ। এবার নিজের সোশ্যাল সাইটে সেই অনুশীলনের কয়েকটি ছবি আপলোড করলেন এই ফুটবলার। যা নিঃসন্দেহে নজর কেড়েছে সকলের।
