আইএসএল নিয়ে ধোঁয়াশা, আশঙ্কায় বোরহা হেরেরা

isl-future-uncertain-fc-goa-footballer-borja-herrera-reaction

এবারের এই মরসুম শুরুর পর থেকেই আইএসএল (ISL) নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। গত দশটা বছর এফএসডিএল দেশের এই প্রথম ডিভিশন লিগের দায়িত্বে থাকলেও এই মরসুমের শুরু থেকেই যথেষ্ট নিষ্ক্রিয়তা দেখিয়েছে তারা। কিন্তু তারপরেও মনে করা হয়েছিল যে এবার হয়তো নতুন কোনও সংস্থার হাতে উঠবে দায়িত্ব। সেইমতো ৫ই নভেম্বর পর্যন্ত বিড জমা দেওয়ার সময়সীমা নির্ধারন করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কিন্তু পরবর্তীতে একাধিক সংস্থার অনুরোধে ফেডারেশনের টেন্ডার কমিটি ডেডলাইন পিছিয়ে তা ৭ নভেম্বর পর্যন্ত এগিয়ে দেয়।

Advertisements

গভীর অন্ধকারে ISL, সোশ্যাল মিডিয়ায় ‘বিস্ফোরক’ লাল-হলুদ সৌভিক!

   

মনে করা হয়েছিল যে এফএসডিএল বা অন্য কোনও সংস্থা হয়তো বিড জমা দেবে। কিন্তু সেটা সম্ভব হয়নি। যারফলে বর্তমানে গভীর অন্ধকারে রয়ে গিয়েছে ভারতের প্রথম ডিভিশন লিগের ভবিষ্যত। বলাবাহুল্য, গত শুক্রবার থেকেই নিজেদের দলের অনুশীলন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার কথা জানিয়ে দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এছাড়াও দল গঠনের কাজে ও কার্যত নিষ্ক্রিয় হতে শুরু করেছে প্রথম ডিভিশন লিগের একাধিক ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে ব্যাপক চিন্তায় ফেলে দিয়েছে সকলকে।

Advertisements

এবার সেই কথাই নিজের সোশ্যাল সাইটে উল্লেখ করতে দেখা গেল স্প্যানিশ তারকা বোরহা হেরেরাকে‌। ইনস্টাগ্রামে এফসি গোয়ার জার্সিতে ম্যাচ খেলার বেশকিছু ছবি আপলোড করে তিনি লেখেন, ‘আইএসএলের অনুপস্থিতিতে (মনে হচ্ছে পরিস্থিতি প্রতিদিন খারাপ হচ্ছে), পরাজয়ের পরেও আমরা চ্যাম্পিয়ন্স লিগ উপভোগ করে চলেছি।’ তাঁর এমন মন্তব্য যথেষ্ট নজর কেড়েছে নেটিজেনদের। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই এসিএল টুয়ের দ্বিতীয় লেগের ম্যাচে আল নাসেরের বিপক্ষে খেলতে নেমেছিল গোয়া শিবির।

যেখানে লড়াই করে ও বড়সড় ব্যবধানে পরাজিত হতে হয়েছিল জোয়াও ফেলিক্সদের কাছে‌। তবে সীমিত শক্তি নিয়ে ও তাঁদের লড়াই নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের। তবে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার ধারাবাহিকতা বজায় রাখতে এবার ও সুপার কাপ জয়ের লক্ষ্য রয়েছে মানোলো মার্কেজের।