অন্ধকারে আইএসএল, দেশে ফিরে গেলেন কেরালা ব্লাস্টার্সের বিদেশীরা

Kerala Blasters Plans 2025 Squad with Foreign Stars Dusan Lagator, Noah Sadaoui

ডামাডোল পরিস্থিতির মধ্যে দিয়ে শুরু হয়েছে এবারের ফুটবল মরসুম। দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল (ISL) ঘিরে প্রথম থেকেই ব্যাপক অনিশ্চয়তা থাকায় ডুরান্ড কাপে অংশ নেয়নি প্রথম সারির একাধিক ফুটবল ক্লাব। তবে ফেডারেশনের তরফে আশ্বাস পাওয়ায় এবারের এই সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপে দল নামানোর সিদ্ধান্ত নেয় প্রথম ডিভিশনের ক্লাব। যাদের মধ্যে অন্যতম কেরালা ব্লাস্টার্স। উল্লেখ্য, এবারের এই টুর্নামেন্টের গ্ৰুপ পর্বের শুরু থেকেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব।

Advertisements

প্রথম থেকেই একের পর এক দলের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছিল ডেভিড কাতলার ছেলেরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেট্র ক্র্যাটকির কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয় টুর্নামেন্ট থেকে। সেই নিয়ে এখনও যথেষ্ট হতাশ কেরালা ব্লাস্টার্সের সমর্থকরা। এই ধাক্কা কাটিয়ে পরবর্তী টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও এখনও পর্যন্ত চূড়ান্ত নয় আইএসএল। শেষ পাওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত বিডে অংশগ্রহণ করেননি কোনও সংস্থা। যা নিঃসন্দেহে ব্যাপক চিন্তায় ফেলে দিয়েছে সকলকে।

   

এই পরিস্থিতি কঠিন সিদ্ধান্ত নিল কেরালা ব্লাস্টার্স। বিশেষ সূত্র মারফত খবর, নিজেদের সিনিয়র দলের অনুশীলন সহ সমস্ত রকমের কার্যকলাপ বন্ধ করে দিয়েছে আইএসএলের এই ফুটবল ক্লাব। যারফলে বর্তমানে নিজেদের দেশে ফিরে গিয়েছেন বিদেশী ফুটবলার সহ সকল সাপোর্টিং স্টাফেরা। সেই তথ্য সামনে আসার পর থেকেই ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন সমর্থকরা। ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তের ক্ষেত্রে ব্যাপকভাবে আইএসএলের অনিশ্চয়তার কথা। লগ্নিকারী সংস্থার নাম এখনও চূড়ান্ত না হওয়ায় যথেষ্ট চিন্তায় সকলে।

Advertisements

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই এমন পরিস্থিতির দিকে নজর রেখেই অনির্দিষ্টকালের জন্য অনুশীলন বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবার সেই পথেই হাঁটল কেরালা।