আইএসএলের ভাগ্য কেন্দ্রের হাতে! কী নির্দেশ শীর্ষ আদালতের?

isl-crisis-central-government-assurance-supreme-court

ভারতের ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের উদ্বেগের অবসান হতে চলেছে। দেশের সর্বোচ্চ লিগ, ইন্ডিয়ান সুপার লিগ (ISL) পরিচালনার বিষয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা কাটাতে এবার সরাসরি পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার সুপ্রিম কোর্টে এই বিষয়টি নিশ্চিত করেছেন দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা।

Advertisements

শীর্ষ আদালতে তিনি জানিয়েছেন, আইএসএল কোনওভাবেই বন্ধ হবে না। তবে লিগের সুষ্ঠু আয়োজন এবং অর্থায়নের দায়িত্ব সরকার নিজেই দেখবে। “আইএসএল নিশ্চয় হবে। তবে কীভাবে হবে, কারা স্পনসর জোগাবে, অর্থ কোথা থেকে আসবে? সবই সরকার দেখবে। মূল লক্ষ্য হল ফুটবলারদের কোনওভাবেই ক্ষতির মুখে না পড়তে দেওয়া,” বলেন মেহতা।

   

সুপ্রিম কোর্টের বেঞ্চের বিচারপতি পি এস নরসিমা ও জয়মাল্য বাগচী বলেন, প্রাক্তন বিচারপতি এল নাগেশ্বর রাও যে সুপারিশ করেছিলেন, আলোচনার মাধ্যমে তার সমাধান সম্ভব। আদালত, সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত বিষয়টি নিয়ে তৎপর হয়ে সমাধান খোঁজা।

এদিকে, এফএসডিএলের সঙ্গে ফেডারেশনের চুক্তি আগামী ৮ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। আদালতে শুনানি হয় এমন সময়ই কেন্দ্র জানিয়েছে যে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং লিগের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করা হবে। বিশেষ করে স্পনসর বা ক্লাব মালিকানার সমস্যার কারণে কোনও ফুটবলার যেন সমস্যায় না পড়ে, তা সরকার দেখবে। তবে সবকিছুই ফিফার নিয়মের মধ্যে থেকে হবে, কারণ তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ফিফা অনুমোদন করে না।

Advertisements

বর্তমান পরিস্থিতি ফুটবলারদের মধ্যে অস্পষ্টতা সৃষ্টি করেছে। ইতিমধ্যেই মোহনবাগান অনুশীলন স্থগিত করেছে, কেরালা ব্লাস্টার্স ও ওডিশা এফসিও ক্লাব কার্যক্রম বন্ধ রেখেছে। সুপার কাপে থাকা চার দল অনুশীলন করলেও মরশুম শেষের পর তাদের অবস্থান এখনও অনিশ্চিত।

এই জটিল পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপে ফুটবল মহলে একপ্রকার শিথিলতার বাতাস বইছে। ফুটবলপ্রেমীরা আশা করছেন, খুব শিগগিরই আইএসএল মাঠে ফিরে আসবে এবং দেশের অন্যতম জনপ্রিয় লিগে খেলোয়াড়রা স্বাভাবিকভাবে অংশ নিতে পারবেন।