বর্তমানে ব্যাপক অনিশ্চয়তার মধ্যে রয়েছে ইন্ডিয়ান সুপার লিগ (ISL Uncertainty)। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে নির্ধারিত সময়ের পর আরও বেশকিছু দিন অপেক্ষা করা হলেও বিড জমা দেয়নি কোনও সংস্থা। যা নিঃসন্দেহে ব্যাপক চিন্তায় ফেলে দিয়েছে দেশের সকল ফুটবল দলকে। বর্তমানে সর্বভারতীয় ফুটবল কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ চালু থাকলেও আগামী কয়েক সপ্তাহ পরেই শেষ হয়ে যাবে এই ফুটবল টুর্নামেন্ট। কিন্তু তারপর? সেটা স্পষ্ট নয় এখনও বিগত কয়েক মাস আগের মতো। অন্যান্য বছর গুলিতে বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগ পুরোদমে চালু থাকলেও এবার একেবারে অন্যরকম পরিস্থিতি।
সেই নিয়ে অশনি সংকেত অনুভব করছে দেশের প্রথম সারির একাধিক ফুটবল ক্লাব। ইতিমধ্যেই কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সিনিয়র দলের অনুশীলন। তাঁদের তরফে জানানো হয়েছে, যতদিন না পর্যন্ত সর্বভারতীয় ফুটবল সংস্থা তথা এআইএফএফ এর তরফে আইএসএলের ব্যাপারে কোনও কিছু জানানো হলে তারপরেই ফের অনুশীলন শুরু করবে গতবারের আইএসএল জয়ীরা। তারপর থেকেই সক্রিয়তা কমাতে শুরু করে ক্লাব গুলি। এবার সেই পথেই হেঁটেছে কেরালা ব্লাস্টার্স।
তবে এমন অচলাবস্থা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন দেশীয় ফুটবলারদের পাশাপাশি একাধিক বিদেশী তারকা। এবার সেই প্রসঙ্গে সরব হলেন কেরালা ব্লাস্টার্সের দুই তারকা বিদেশি। আদ্রিয়ান লুনা এবং নোয়া সাদাউ। বেশকিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে সেই সম্পর্কিত মন্তব্য করেন নোয়া। যেখানে তিনি বলেন, ‘ যারা ভারতীয় ফুটবল পরিচালনা করেন তাদের উদ্দেশ্যে, আমরা সেইসব বিনয়ী মানুষ যারা এতে অংশগ্রহণ করি, একে অর্থবহ করে তুলি এবং আমাদের নিজ নিজ ক্লাবের জন্য আমাদের হৃদয় ও প্রাণ উৎসর্গ করি। আমাদের সাথে, কর্মী, কোচ, মেডিকেল টিম, লজিস্টিক স্টাফ, কিট-ম্যান, প্রশাসনিক স্টাফ, মিডিয়া টিম, গ্রাউন্ড-ম্যান, ক্যামেরা ক্রু, ব্রডকাস্টার, ধারাভাষ্যকার, প্রোডাকশন স্টাফ এবং আমাদের নিজ নিজ ক্লাবের সকলেই সারা বছর ধরে পরিশ্রম করে ম্যাচ গুলিকে তাঁদের অসংখ্য সমর্থকদের কাছে পৌঁছে দেই।’
আরও যোগ করেন, ‘ আমরা এত বছর ধরে ভারতীয় ফুটবলের অংশ এবং আমরা ভাগ্যবান যে ভারতকে আমাদের বাড়ি বলে মনে করি। দেশে ফুটবল এখন এক অস্তিত্ব সংকটের মুখোমুখি, যা আমরা কল্পনাও করতে পারি না। অনুরোধের সময় অনেক আগেই শেষ হয়ে গেছে, ধৈর্যের জায়গা এখন উদ্বেগে পরিণত হয়েছে এবং জীবিকা নির্বাহের পথও প্রশ্নের মুখে। ভারতীয় ফুটবলে নিহিত আমাদের সকলের জন্য, আমাদের তাৎক্ষণিক পদক্ষেপ এবং সমাধান প্রয়োজন।’
এছাড়াও আদ্রিয়ান লুনা জানান, ‘ আমাদের সমর্থকদের উত্তর দাবি করার জন্য একত্রিত হওয়া দরকার, এবং আমাদের এখনই এটি প্রয়োজন, খুব দেরি হওয়ার আগে। সময় টিক টিক করছে। আপনারা আওয়াজ তুলুন, প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত বিশ্রাম নেবেন না।’


