ভারতীয় ফুটবলের আকাশে যেন ঘনিয়ে এসেছে অন্ধকার মেঘ। দেশের সেরা লিগ আইএসএল অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগ (ISL) নিয়ে অনিশ্চয়তা যত বাড়ছে, ততই ক্ষোভে ও হতাশায় ফুঁসছেন দেশের নামী ফুটবলাররা। অবশেষে সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটল সোশ্যাল মিডিয়ায়। একযোগে দেশের প্রায় সব শীর্ষ ফুটবলার মঙ্গলবার ইনস্টাগ্রামে প্রকাশ করলেন একটি খোলা চিঠি।
সুনীল ছেত্রী, শুভাশীষ বোস, সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলি, প্রীতম কোটাল, আকাশ মিশ্র, নিখিল প্রভু একে একে সকলে একই সুরে আওয়াজ তুলেছেন। শুধু ভারতীয় নয়, বিদেশি খেলোয়াড়েরাও সেই বিবৃতির সঙ্গে সংহতি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, “আমাদের খেলাটা এই দেশে চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যাদের হাতে, তাঁদের জানাতে চাই এখনই প্রতিযোগিতামূলক ফুটবল চালু করা সবচেয়ে জরুরি।”
এই খোলা চিঠিতেই ফেডারেশনের প্রতি পরোক্ষভাবে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তাঁরা, কবে মাঠে ফিরবেন ফুটবলাররা?
View this post on Instagram
আইএসএল নিয়ে বিতর্কের সূচনা হয় টেন্ডার প্রক্রিয়া ঘিরে। ফেডারেশনের টেন্ডার কমিটি প্রথমে ৫ নভেম্বর বিড জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছিল, যা পরে বাড়িয়ে ৭ নভেম্বর করা হয়। কিন্তু শেষদিনেও কোনও সংস্থাই, এমনকি এফএসডিএল পর্যন্ত বিড জমা দেয়নি। ফলে প্রশ্ন উঠেছে, আদৌ এই মরশুমে আইএসএল আয়োজন সম্ভব হবে কি না। একদিকে সময় ফুরোচ্ছে, অন্যদিকে ক্লাবগুলোর কার্যকলাপও থমকে আছে।
ইতিমধ্যেই মোহনবাগান তাদের অনুশীলন কার্যক্রম স্থগিত রেখেছে। কেরালা ব্লাস্টার্স এবং ওডিশা এফসিও বন্ধ করেছে সমস্ত ফুটবল কার্যকলাপ। সুপার কাপে টিকে থাকা চারটি দল এখনও অনুশীলন চালালেও, টুর্নামেন্ট শেষ হলে তাঁদের ভবিষ্যৎ কী? সেবিষয়েও দিশেহারা খেলোয়াড়রা। এই পরিস্থিতিতে ফুটবলারদের একটাই আর্জি, মাঠে ফিরতে দিতে হবে তাঁদের। ফুটবলারদের এই খোলা চিঠি শুধু ফেডারেশনের উদ্দেশে নয়, ফুটবলপ্রেমী দেশের প্রতিটি মানুষের প্রতিও এক গভীর আবেদন। ভারতীয় ফুটবল এখন যেন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে ফেডারেশনের প্রশাসনিক জটিলতা, অন্যদিকে ফুটবলারদের অনিশ্চিত ভবিষ্যৎ। আইএসএল আদৌ হবে কি না, সেই উত্তর আজও অধরা।


