শেষ সিজন পর্যন্ত স্বগৌরবে পরিচালিত হয়েছে প্রথম ডিভিশন ফুটবল লিগ। কিন্তু এবার মরসুম শুরু থেকেই দেখা দিয়েছিল না না জটিলতা। পূর্বে এফএসডিএল আইএসএলের (ISL) দায়িত্বে থাকলেও এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। নতুন সংস্থার অপেক্ষায় ছিল ফেডারেশন। সেইমতো গত ৫ই নভেম্বর পর্যন্ত বিড জমা করার দিনক্ষণ স্থির করা হলেও সুরাহা মেলেনি। তবে পরবর্তীতে আরও দুয়েক দিন সময় বাড়ানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। যারফলে এখনও ধোঁয়াশায় রয়েছে আইএসএল। এখন সমাধান সূত্র খুঁজতে মরিয়া সকলে।
এই আবহে আগামী ১৮ই নভেম্বর প্রতিটি ক্লাবের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠক ডেকেছে দেশের এই ফুটবল সংস্থা। যেখানে আইএসএল পরিচালনার পাশাপাশি সম্প্রচারের মত বিষয়গুলিকে ও যথেষ্ট গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। মনে করা হচ্ছে এক্ষেত্রে আগামী ১লা জানুয়ারি ২০২৬ সাল থেকে ৩১ শে মে ২০২৬ সালের মধ্যে টুর্নামেন্ট আয়োজনের ভাবনা রয়েছে এআইএফএফ এর। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত নয় বিষয়টি। তবে সব ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরে সুপার কাপ শেষ হওয়ার পর বেশ কিছু সপ্তাহের ব্যবধানে শুরু হতে দেখা যেতে পারে প্রথম ডিভিশন ফুটবল লিগ।
এসবের মাঝেই উঠে আসলো নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, গোটা পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টে জমা দেওয়ার উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন পত্রে সই করেছেন ইন্ডিয়ান সুপার লিগের মোট ১২টি ফুটবল ক্লাবের অধিনায়করা। হ্যাঁ ঠিকই শুনেছেন। যাদের মধ্যে রয়েছেন শুভাশিষ বোস, সন্দেশ ঝিঙ্গান, সুনীল ছেত্রী, মিচেল জাবাকো, প্রণয় হালদার, লালিয়ানজুয়ালা ছাংতে, কার্লোস ডেলগাডো, আদ্রিয়ান লুনা, সল ক্রেসপো, নিখিল প্রভু, মান্দার রাও দেসাই এবং অ্যালেক্স সাজি। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই ভারতীয় ক্লাব ফুটবলের অচলাবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে দেখা গিয়েছিল তারকা ফুটবলারদের। এবার সেই নিয়ে হয়তো আরও সক্রিয় হয়ে উঠলো ফুটবলাররা।


