মালাপ্পুরম এফসির হয়ে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ ঈশান পণ্ডিতার

Ishan Pandita - Young Indian Footballer, Playing for Club Deportivo Leganes

নয়া মরসুমের জন্য বহু আগে থেকেই নিজেদের পরিকল্পনা সাজাতে শুরু করেছিল ক্লাবগুলি। দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলের পাশাপাশি দ্বিতীয় ডিভিশন লিগ তথা আইলিগের দলগুলিও খুব একটা পিছিয়ে ছিল না। তারপর ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই একের পর এক চমক দিতে শুরু করেছিল প্রত্যেকে। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি নির্বাচনে ও যথেষ্ট বৈচিত্র্য লক্ষ্য করা গিয়েছে প্রতিটি ক্ষেত্রে। তবে খুব একটা পিছিয়ে ছিল না দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট তথা সুপার লিগ কেরালা।

Advertisements

ত্রিসূর ম্যাজিক এফসি থেকে শুরু করে কালিকট হোক কিংবা মালাপ্পুরম এফসি। সময়ের সাথে সাথেই চমক দিতে শুরু করেছিল একের পর এক ফুটবল দল। বলাবাহুল্য, দল বদলের বাজারে একাধিকবার উঠে আসতে শুরু করেছিল এই দল গুলির নাম। শেষ কয়েক বছরে ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি আই লিগের বহু ফুটবলার যুক্ত হয়েছেন এই টুর্নামেন্টে। এমনকি কলকাতা ময়দানের তিন প্রধান তথা ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের বহু প্রাক্তন ফুটবলার অংশ নিয়েছেন দক্ষিণের এই ফুটবল লিগে। বর্তমানে মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রাক্তন কোচ আন্দ্রে চেরনিশভের হাতে রয়েছে ত্রিসূরের দায়িত্ব।

   

কিন্তু সেখানেই শেষ নয়। এখনও চমক দিয়ে চলেছে ক্লাব গুলি। এবার দক্ষিণের এই ফুটবল লিগে যোগদান করলেন কেরালা ব্লাস্টার্সের প্রাক্তন ফুটবলার ঈশান পণ্ডিতা (Ishan Pandita)। হ্যাঁ ঠিকই শুনেছেন। পূর্বেই সেই কথা জানিয়ে দিয়েছে ম্যানেজমেন্ট। উল্লেখ্য, গত কয়েক সিজন ধরেই দক্ষিণের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব তথা কেরালা ব্লাস্টার্সের সঙ্গে যুক্ত ছিলেন এই ভারতীয় ফরোয়ার্ড। কিন্তু সময় এগোনোর সাথে সাথে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ থাকলেও তা পূরণ করতে পারেননি জাতীয় দলে খেলা এই ফুটবলার। স্বাভাবিকভাবেই নতুন সিজনে তাঁকে যে দলে রাখা হবে না সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল আগেই।

Advertisements

সেইমতো এই ফুটবলারের সঙ্গে চুক্তি ছিন্ন করেছিল কেরালা‌। মনে করা হচ্ছিল আইএসএলের হয়তো অন্য কোনও দলে যোগদান করবেন এই ফুটবলার। কিন্তু না শেষ পর্যন্ত সুপার লিগ কেরালায় নিজেকে মেলে ধরতে মরিয়া ঈশান।