শেষ সিজনে যথেষ্ট দাপটের সাথে ফুটবল খেলেছিল ইন্টার কাশী ফুটবল ক্লাব (Inter Kashi FC)। একের পর এক দলকে টেক্কা দিয়ে দ্বিতীয় ডিভিশন লিগ জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল বারাণসীর এই ফুটবল দল। একটা সময় গোয়ার অন্যতম শক্তিশালী ফুটবল দল তথা চার্চিল ব্রাদার্সকে আইলিগ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হলেও পরবর্তীতে সেই নিয়ে জল গড়িয়েছিল অনেকটা দূর। আন্তজার্তিক আদালতে দ্বারস্থ হয়েছিল ইন্টার কাশী (Inter Kashi FC) ম্যানেজমেন্ট। পূর্বে ভারতীয় ফুটবল ফেডারেশনের কমিটির তরফে চার্চিলের পক্ষে রায় গেলেও আন্তর্জাতিক ক্ষেত্রে বদলে যায় পরিস্থিতি।
এক্ষেত্রে ইন্টার কাশীকে (Inter Kashi FC) বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু সেটা মানা সম্ভব ছিল না গোয়ার চার্চিল ব্রাদার্সের কাছে। এমনকি আদালতের এই রায়ের ফলে আইলিগ জয়ের তকমা হারাতে হয়েছিল গোয়ার এই ফুটবল ক্লাবকে। সেইসাথে বিশেষ জরিমানা ও করা হয়েছিল আইলিগের এই দলকে। এমন অসম্মান যে সহজে মেনে নেবে না চার্চিল ব্রাদার্স সেই আভাস মিলেছিল আগেই। তারপর নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই সম্পর্কিত একটি পোস্ট আপলোড করেছিল গোয়ার এই শক্তিশালী ফুটবল ক্লাবটি। সেখানে বলা হয়েছিল আইলিগ নিয়ে আইনি লড়াইয়ের পথে হাঁটবে চার্চিল।
কিন্তু সিএএসের সিদ্ধান্তের বিপক্ষে পরবর্তীতে আদৌও পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা সেই নিয়ে ও উঠতে শুরু করেছিল একাধিক প্রশ্ন চিহ্ন। সেটাই হয় চূড়ান্ত হয় শেষ পর্যন্ত। পরবর্তীতে। যারফলে আইলিগ জয়ী হিসেবে ইন্টার কাশীকেই (Inter Kashi FC) গন্য করা হয়ে আসছে সমস্ত ক্ষেত্রে। গত বৃহস্পতিবার রাতেই সেই নিয়ে উঠে এসেছিল নয়া তথ্য। জানা গিয়েছিল, খুব শীঘ্রই এবার আইলিগ ট্রফি হাতে পেতে চলেছে বারাণসীর এই ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের। তারপর থেকেই অপেক্ষার প্রহর গুনতে শুরু করেছিল সমর্থকরা। অবশেষে আসতে চলেছে সেই মাহেন্দ্রক্ষণ।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী শনিবার জামশেদপুর এফসি ম্যাচের পরেই ইন্টার কাশীর (Inter Kashi FC) হাতে উঠতে চলেছে গতবারের আইলিগ জয়ের ট্রফি। বলাবাহুল্য, এবারের সুপার কাপে খুব একটা প্রভাব ফেলতে পারেনি আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। হতাশাজনক পারফরম্যান্স নিয়েই টুর্নামেন্ট শেষ করছে আইলিগের এই দল। তবে বহু প্রতীক্ষিত এই ট্রফি হাতে পাওয়া নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে দলের ফুটবলারদের।
