ইতিহাস গড়ল ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল (Football) দল। গ্রুপ জি’র শেষ ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো যোগ্যতা অর্জন করল এএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপ ২০২৬ মূলপর্বে। এই ম্যাচে পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তন করে জয় নিশ্চিত করে ‘নীল বাঘিনীরা’।
শুক্রবার, ১৭ অক্টোবর, বিশকেকের ডোলেন ওমুরজাকভ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে শুরু থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। ভারতকে অন্তত একটি ড্র করলেই চলত, কিন্তু উজবেকিস্তান প্রথমার্ধেই আক্রমণের ঝড় তোলে। ম্যাচের ৩৮ মিনিটে শাহজোদা আলিখোনোভা এক দুর্দান্ত ভলির মাধ্যমে উজবেকিস্তানকে এগিয়ে দেন।
ভারত কোচ জোয়াকিম আলেকজান্ডারসন তখনই পরিবর্তনের সিদ্ধান্ত নেন। প্রথমার্ধে ভ্যালাইনা ফার্নান্ডেজের জায়গায় তনিয়া দেবী টোনামবাম এবং ৪০ মিনিটে বোনিফেলিয়া শুল্লাইয়ের বদলে মাঠে নামেন থানদামনি বাস্কে। আর এখান থেকেই ম্যাচ ঘুরে যায়।
৯ বছরের সবচেয়ে খারাপ দিন! ফিফা র্যাঙ্কিংয়ে বিরাট অবনমন ভারতের
দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে থানদামনি একক প্রচেষ্টায় গোল করে ম্যাচে ভারতকে সমতায় ফেরান। এরপর ৬৬ মিনিটে তিনি তৈরি করে দেন অনুশকা কুমারির জন্য সহজ সুযোগ। অনুশকার নিখুঁত শটে ভারত পায় দ্বিতীয় গোল এবং এগিয়ে যায় ২-১ ব্যবধানে।
উজবেকিস্তান এরপর চাপ সৃষ্টি করলেও ভারতের রক্ষণভাগ ও মিডফিল্ড দক্ষতায় সেই চাপ সামলে নেয়। শেষদিকে থানদামনি আরও একটি সুযোগ তৈরি করেন প্রীতিকা বর্মনের জন্য, যদিও গোল হয়নি।
এই জয়ের ফলে ভারত গ্রুপ জি’তে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে এএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপ ২০২৬ জায়গা করে নেয়। এই প্রথমবার ভারত যোগ্যতা অর্জন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই প্রতিযোগিতায় খেলবে। ২০০৫ সালে শেষবার তারা সরাসরি খেলেছিল, যখন কোয়ালিফিকেশন ব্যবস্থা চালু ছিল না।
ভারতের সিনিয়র ও অনূর্ধ্ব-২০ মহিলা দল (Football) ইতিমধ্যেই এশিয়ান স্তরে নিজেদের জায়গা তৈরি করেছে। সেই ধারাবাহিকতায় এবার ছোটরা দেখাল তাদের সাহস, আত্মবিশ্বাস ও লড়াইয়ের মানসিকতা।
🇮🇳 𝗢𝘂𝗿 #𝗬𝗼𝘂𝗻𝗴𝗧𝗶𝗴𝗿𝗲𝘀𝘀𝗲𝘀 𝗮𝗿𝗲 𝗯𝗮𝗰𝗸 𝗮𝘁 𝘁𝗵𝗲 #𝗨𝟭𝟳𝗪𝗔𝗖 𝗮𝗳𝘁𝗲𝗿 𝟮𝟭 𝘆𝗲𝗮𝗿𝘀! 💙#IndianFootball ⚽️ pic.twitter.com/oJvYiClvPt
— Indian Football (@IndianFootball) October 17, 2025
Indian Football Team qualify to AFC U17 Womens Asian Cup 2026