বাংলাদেশের কাছে হেরে ‘বোমা ফাটালেন’ ভারত কোচ!

indian-football-team-loss-to-bangladesh-khalid-jamil-reaction

এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতের (Indian Football Team) বিপর্যস্ত অভিযান শেষ হল আরেকটি হতাশাজনক ফলাফলের মধ্য দিয়ে। মঙ্গলবার ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের কাছে ১-০ গোলে হেরে সমালোচনার মুখে পড়েছে ব্লু টাইগার্স। তবে এই হারকে ভাগ্যের ওপর চাপিয়ে দিতে রাজি নন ভারতীয় দলের প্রধান কোচ খালিদ জামিল।

Advertisements

সিরিজ বাঁচানোর লড়াইয়ের আগে মন্দিরমুখী গম্ভীর, কী প্রার্থনা সারলেন?

   

বাংলাদেশের বিপক্ষে শুরুটা ভালোই করেছিল ভারত। আক্রমণে ছন্দ ছিল, সুযোগও তৈরি হয়েছিল কয়েকটি। কিন্তু চিরচেনা সমস্যার মতোই গোলের সামনে গিয়ে ব্যর্থতা দেখা দেয় ভারতীয় ফরোয়ার্ডদের। এর মধ্যেই ১২ মিনিটে মোরসালিনের এক ঝটকা আক্রমণেই লিড পেয়ে যায় স্বাগতিকরা। খেলার গতি ও পরিস্থিতির পুরো বিপরীতেই গোলটি হজম করতে হয় ভারতকে।

খালিদ জামিল ম্যাচ শেষে বলেন, “এটা খুবই খারাপ ফল আমাদের জন্য। তবে দুর্ভাগ্য নয়। এটাই ফুটবল। আপনি যত পরিশ্রম করবেন, প্রতিদান ততই পাবেন। আমরা আরও ভালোভাবে প্রস্তুত থাকতে পারতাম, আরও বেশি পরিশ্রম করলে তিন পয়েন্ট পাওয়া সম্ভব ছিল।”

চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়নদের সামনে থমকে গেল ইস্টবেঙ্গলের বিজয় রথ!

Advertisements

ভারতীয় শিবিরে এদিন আরও একটি ধাক্কা আসে টেকনিক্যাল সমস্যার কারণে রায়ান উইলিয়ামসকে মাঠে নামাতে না পারায়। তবে কোচ খালিদ এ অজুহাতেও যেতে নারাজ। তিনি স্পষ্ট বলেন, “এটা শুধু হামজা চৌধুরির ব্যাপার নয়। বাংলাদেশের সব ফুটবলারই আজ ভালো খেলেছে। আমরা আমাদের সেরা দলটা পাইনি ঠিকই, কিন্তু ফুটবলে এটা অজুহাত হতে পারে না।”

অন্যদিকে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এএফসি বাছাইপর্বে একটিও ম্যাচ জিততে না পারা দলটি ক্রমেই নিচে নামছে ফিফা র‍্যাঙ্কিংয়ে। সাম্প্রতিক সিঙ্গাপুরের বিপক্ষে ১-২ গোলের হারেই মূলত এশিয়ান কাপের স্বপ্নভঙ্গ হয় আনোয়ার আলিদের। তার পর নিয়মরক্ষার ম্যাচেও বাংলাদেশের কাছে হেরে পুরো টুর্নামেন্টই শেষ হয় হতাশায়।

ভারতীয় ফুটবল দীর্ঘদিন ধরেই গোল খরা, সৃজনশীলতার অভাব ও ম্যাচ টেম্পোর ঘাটতির সমস্যায় জর্জরিত। বাংলাদেশ ম্যাচ সেই পুরোনো ছবিটাই আবার সামনে এনে দিল। খালিদ জামিলের দল যদিও প্রতিশ্রুতি দিচ্ছে ঘুরে দাঁড়ানোর, তবে সামনে যে কঠিন পথ অপেক্ষা করছে, তা এই হারই আবার স্মরণ করিয়ে দিল।

বাংলাদেশের উচ্ছ্বাস আর ভারতের হতাশার মধ্যেই শেষ হলো দুই দেশের এই লড়াই, যেখানে ফুটবলের পাঠ আবারও শেখাল প্রস্তুতি। পরিশ্রম ও ফিনিশিংয়ের গুরুত্ব। ভবিষ্যতে ভারত এই শিক্ষা কতটা কাজে লাগাতে পারে, সেটাই এখন দেখার বিষয়।