কাজে এলো না ছাংতের গোল, এশিয়ান কাপের স্বপ্ন শেষ ভারতের

Indian Football Team Knocked Out of AFC Asian Cup Qualifiers After 2-1 Defeat to Singapore

এগিয়ে থেকে ও শেষ রক্ষা হল না। দেশের মাটিতে এবার সিঙ্গাপুরের কাছে পরাজিত হল ব্লু-টাইগার্স (Indian Football Team)। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে আজ সন্ধ্যায় ফতোরদা স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল শক্তিশালী সিঙ্গাপুর ফুটবল দল। সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে পরাজিত হল খালিদ জামিলের ছেলেরা। এদিন লালিয়ানজুয়ালা ছাংতের গোলে এগিয়ে গিয়েছিল ভারতীয় ব্রিগেড। কিন্তু সেটা ধরে রাখা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সং উই ইয়ংয়ের জোড়া গোল বদলে দিল ম্যাচের পরিস্থিতি।

যারফলে এবারের এএফসি এশিয়ান কাপের স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল গুরপ্রীত সিং সান্ধুদের। প্রথম লেগে সিঙ্গাপুরের মাটিতে পিছিয়ে থেকেও সমতায় ফিরে এসেছিল ভারতীয় ফুটবল দল। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল ব্যাপকভাবে। সেই আত্মবিশ্বাস নিয়েই আজ ম্যাচ শুরু করেছিল আপুইয়ারা। এদিন সুযোগ বুঝেই সিঙ্গাপুরের রক্ষণভাগে হানা দিচ্ছিলেন সুনীল ছেত্রী থেকে শুরু করে লিস্টন কোলাসোর মতো ফুটবলারদের। তবে প্রথম কোয়ার্টারের শেষের দিকেই চলে এসেছিল বহু কাঙ্ক্ষিত গোল। ১৪ মিনিটের মাথায় সিঙ্গাপুরের গোল বক্সের বাইরে থেকে দুরপাল্লার শট নিয়েছিলেন লালিয়ানজুয়ালা ছাংতে।

সেকেন্ড পোস্টের কর্নার থেকেই বল সোজা চলে যায় গোলের মধ্যে। যারফলে অনায়াসেই ১-০ গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারত। সেই গোলের কিছু সময়ের মধ্যেই ব্যবধান বাড়ানোর সুবর্ন সুযোগ পেয়ে গিয়েছিল ভারতীয় ফুটবল দল। কিন্তু সেটি কাজে লাগানো সম্ভব হয়নি। বরং প্রথমার্ধের শেষের দিকে ভারতীয় রক্ষণভাগে ফাটল ধরিয়ে গোল করে গিয়েছিলেন উই ইয়ং। প্রথমার্ধের শেষে ফলাফল গিয়ে দাঁড়িয়েছিল ১-১ গোল। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ব্যবধান বাড়িয়ে নিতে তৎপর ছিল উভয় শিবির। সেইমতো ঘন ঘন আক্রমণ সংগঠিত হতে শুরু করেছিল দুই দলের তরফ থেকে।

Advertisements
এশিয়া মঞ্চে ফের স্বপ্ন ভঙ্গ ভারতের! ১০০ কোটির মেসিকে নিয়ে প্রশ্ন

কিন্তু কিছুতেই আর গোলের মুখ খুলতে পারছিলেন না ভারতীয় ফুটবলাররা। অন্যদিকে, সুযোগ বুঝেই ৫৮ মিনিটের মাথায় ফের গোল করে যান ইয়ং। সেই গোলের সুবাদে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছিল সিঙ্গাপুর। শেষ পর্যন্ত এই ফলাফল নিয়েই জয় ছিনিয়ে নিয়ে যায় প্রতিপক্ষ ফুটবল দল।

Indian Football Team Knocked Out of AFC Asian Cup Qualifiers After 2-1 Defeat to Singapore

Advertisements