৯ বছরের সবচেয়ে খারাপ দিন! ফিফা র‍্যাঙ্কিংয়ে বিরাট অবনমন ভারতের

Indian Football Team FIFA Ranking drops to 136

ভারতীয় ফুটবলের বর্তমান চিত্র যেন এক গভীর হতাশার প্রতিচ্ছবি। দেশের ফুটবলপ্রেমীদের মন খারাপ করে দিয়ে আরও দুই ধাপ নেমে ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতের (Indian Football Team) স্থান ১৩৬। গত ৯ বছরে এমন দুরবস্থা দেখা যায়নি। ২০১৬ সালের ২৪ নভেম্বরের পর এই প্রথম এত নিচে নামল ‘ব্লু টাইগারসরা’।

Advertisements

২০২৩ সালে ভারতীয় ফুটবল তিনটি ট্রফি জিতে আশার আলো দেখিয়েছিল। সেসময় এক সময় ফিফার সেরা ১০০ তালিকায় উঠে এসেছিল সুনীল ছেত্রীরা। কিন্তু তার পরের ঘটনাপ্রবাহ যেন একেবারেই ভিন্ন। কাতারে অনুষ্ঠিত এশিয়ান কাপে গ্রুপ পর্বেই তিন ম্যাচে হার, একটি গোলও না করে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দল। সেই দুঃস্বপ্নেরই মাশুল গুনতে হচ্ছে এখন র‍্যাঙ্কিংয়ে।

সাম্প্রতিক সময়ে খালিদ জামিলের কোচিংয়ে ভারত খেলেছিল কাফা নেশনস কাপে। সেখানে তুলনামূলক ভালো পারফর্ম করলেও তা ছিল এক প্রীতি টুর্নামেন্ট। মূল পরীক্ষায় অর্থাৎ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতের ভরাডুবি। সিঙ্গাপুরের বিরুদ্ধে এক ম্যাচে ড্র ও অন্যটিতে হার; ফলস্বরূপ, এশিয়ান কাপে খেলার সম্ভাবনাও শেষ।

এই ব্যর্থতার মধ্যে র‍্যাঙ্কিংয়ে অবনমন ভারতীয় ফুটবলের দীর্ঘমেয়াদী সংকটকেই সামনে নিয়ে এল। ইতিমধ্যে তিনজন কোচ পরিবর্তন হয়েছে – ইগর স্টিমাচের পর মানোলো মার্কুয়েজ, তারপর খালিদ জামিল। কিন্তু তবুও পরিস্থিতির উন্নতি হয়নি।

অন্যদিকে, প্রতিবেশী দেশ বাংলাদেশ একধাপ এগিয়ে ১৮১তম স্থানে পৌঁছেছে। যদিও তাদেরও এশিয়ান কাপে খেলার সুযোগ শেষ হয়েছে। ফলে দক্ষিণ এশিয়ার ফুটবলের চেহারাটাই এখন প্রশ্নের মুখে।

Advertisements

ফিফার সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে স্পেন, দ্বিতীয় স্থানে উঠেছে আর্জেন্টিনা। ফ্রান্স, ব্রাজিলের পতন ঘটেছে। শীর্ষ দশে আরও রয়েছে ইংল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইটালি ও জার্মানি।

Indian Football Team FIFA Ranking drops to 136