ফিফা র‌্যাঙ্কিংয়ে বিরাট পতন ভারতের, তালিকায় মান বাড়ল বাংলাদেশের

indian-football-team-fifa-ranking-drop-to-142-bangladesh-victory

ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারতীয় ফুটবল দল (Indian Football Team) দুই বছরের মধ্যে ৪০ ধাপ নেমে পৌঁছেছে ১৪২ নম্বরে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে ১০২ নম্বরে থাকা দল ২০২৫ সালের নভেম্বর মাসে এই লজ্জাজনক অবস্থায় পৌঁছেছে।

Advertisements

গুয়াহাটি টেস্টে গিলের পরিবর্ত অধিনায়কের নাম ঘোষণা ভারত কোচের!

   

বাংলাদেশের কাছে ০-১ গোলে হারের পর ভারতের র‌্যাঙ্কিং আরও ছয় ধাপ নেমেছে। ২০০৩ সালের পর প্রথমবার বাংলাদেশের কাছে হেরেছে ভারত। এফসির ইতিহাসে এটিই খালিদ জামিলের শিবিরের জন্য চরম ধাক্কা। ইতিমধ্যে এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের লড়াই থেকেও ছিটকে গিয়েছে ভারত।

ভারতের সর্বোচ্চ র‌্যাঙ্কিং ছিল ৯৪ (১৯৯৬ সালের ফেব্রুয়ারি), আর সর্বনিম্ন ছিল ১৪৮ (২০১৬ সালের অক্টোবর)। বর্তমানে ১৪২ নম্বরে থাকা ভারত আরও সাত ধাপ নেমে সর্বনিম্ন অবস্থায় পৌঁছতে পারে। তবে গত কয়েক মাসে ভারতের খেলার ধারা দেখে তা অস্বাভাবিক মনে হয় না।

২০১৯ সালে কল্যাণ চৌবে ভারতের ফুটবল সংস্থার সভাপতি হওয়ার পর সামান্য উন্নতি হলেও ২০২৩ সালের ডিসেম্বরের পর থেকে পতন শুরু হয়েছে। দেশের ফুটবল সংস্থায় জটিলতা, আইএসএল নিয়ে অনিশ্চয়তা এবং খেলোয়াড়দের মনোবল পতন ভারতের ফুটবলের অবস্থাকে আরও দুর্বল করেছে।

১৫০ কোটি মানুষের দেশ ভারত যেখানে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ, সেখানে ৫ লাখের কেপ ভার্দে বা দেড় লাখের কুরাসাও বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এশিয়ার ৪৬ দেশের মধ্যে ভারত বর্তমানে ২৭ নম্বরে। তুলনায় জাপান (১৮), ইরান (২০), দক্ষিণ কোরিয়া (২২), অস্ট্রেলিয়া (২৬) এবং উজবেকিস্তান (৫০) রয়েছে শীর্ষে।

Advertisements

নিলামের আগে বেগুনি জার্সিতে খেলার ইচ্ছা প্রকাশ প্রাক্তন নাইট তারকার!

বাংলাদেশের কাছে হারের পর ভারতীয় ফুটবলের ‘সেনসেক্স’ গ্রাফ ক্রমশ নিম্নমুখী। ছয় ধাপ নেমে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৪২ নম্বরে স্থিতি হয়েছে। বাংলাদেশ ৯ বছরের মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে পৌঁছে ১৮০ নম্বরে অবস্থান করছে।

গত ১৪ অক্টোবর সিঙ্গাপুরের কাছে ১-২ গোলে হেরে ভারত এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে ছিটকে গিয়েছিল। এরপর বাংলাদেশের সঙ্গে নিয়মরক্ষার ম্যাচেও ভারত জয়ের মুখ দেখেনি। খেলার শুরুতে ভারত শক্তিশালী মনে হলেও ১২ মিনিটে মোরসালিনের গোলেই সব আশা শেষ হয়ে যায়।

ভারতের ফুটবল ইতিহাসে সর্বনিম্ন অবস্থায় পৌঁছেছে দেশ। র‌্যাঙ্কিংয়ে এই পতন ভবিষ্যতে কোন দিকে যাবে, তা এখনো স্পষ্ট নয়। খালিদ জামিলের অধীনে ভারতীয় ফুটবলের চ্যালেঞ্জ ক্রমশ বেড়েই চলেছে।