কল্যাণ চৌবের অপসারণের চেয়ে ফুটবলভক্তদের এই দিন আন্দোলনের বার্তা বাজাজের

ভারতীয় ফুটবলের (Indian Football) বর্তমান সংকট যেন দিন দিন আরও গভীর হচ্ছে। আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ের তালিকায় অবনমন, এশিয়ান কাপে যোগ্যতা অর্জনে ব্যর্থতা, এমনকি দেশের সেরা লিগ…

indian-football-crisis-ranjit-bajaj-calls-for-kalyan-chaubey-removal

ভারতীয় ফুটবলের (Indian Football) বর্তমান সংকট যেন দিন দিন আরও গভীর হচ্ছে। আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ের তালিকায় অবনমন, এশিয়ান কাপে যোগ্যতা অর্জনে ব্যর্থতা, এমনকি দেশের সেরা লিগ আইএসএল আয়োজন নিয়েও অস্পষ্টতা। সব মিলিয়ে ফুটবলভক্তদের আস্থার ভিত নড়বড়ে। এমন পরিস্থিতিতে ফুটবলপ্রেমীদের উদ্দেশে সরাসরি আন্দোলনের ডাক দিয়েছেন মিনার্ভা ফুটবল অ্যাকাডেমির প্রধান রঞ্জিত বাজাজ। তাঁর মূল দাবি, সর্ব ভারতীয় ফুটবল সংস্থা (AIFF) সভাপতি কল্যাণ চৌবের অপসারণ।

Advertisements

ফুটবলের দুরবস্থা—কাকে দায়ী করছেন বাজাজ?

দলের র‍্যাঙ্কিং নেমে এসেছে ১৪২। প্রতিবেশী বাংলাদেশেও হারের পর সমালোচনা আরও তীব্র হয়ে ওঠে। অনেকেই বলছেন, কল্যাণ চৌবের প্রশাসনিক ত্রুটির জেরে পরিস্থিতি এই জায়গায় এসে পৌঁছেছে। বিশেষ করে আইএসএল নিয়ে অনিশ্চয়তা ও জটিলতা আরও গভীর হয়েছে ফেডারেশনের নিষ্ক্রিয়তার কারণে। এমন অভিযোগ জানাচ্ছেন ফুটবল মহলের অবগত অংশ।

   

রঞ্জিত বাজাজের বলেন, “কল্যাণ চৌবেরা ভিশন ২০৪৭ কথা বলেছিলেন। বিশ্ব ফুটবলে ভারত শক্তি হয়ে উঠবে। কিন্তু এভাবে চললে ২০৪৭ সালে ভারতের র‍্যাঙ্ক হবে ১৭০!”

ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় বাজাজ ৭ ডিসেম্বর সকাল ১১টায় দেশব্যাপী ১০ মিনিটের প্রতীকী প্রতিবাদের আহ্বান জানান। কোথাও হাজির হতে হবে না যে যেখানে আছেন, সেখানেই দাঁড়িয়ে একটি ব্যানার তুলে ধরতে বলছেন তিনি। ব্যানারে লেখা থাকবে—

“Save Indian Football” & “Kalyan Chaubey Out”

বাজাজের বক্তব্য, দেশের ফুটবল আজ “মৃত”, আর তা বাঁচাতে তরুণ সমাজসহ সমগ্র ফুটবলপ্রেমীদের এগিয়ে আসতেই হবে। তিনি বলেন, “আগামী প্রজন্ম প্রশ্ন করবে আমরা কী করেছি। তাই এখনই সময় আওয়াজ তোলার।”

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Ranjit Bajaj (@ranjitbajaj)

দেশের ফুটবলের ভবিষ্যৎ কোথায়? প্রশ্ন এখন সর্বত্র। সাম্প্রতিক ব্যর্থতার পর সামাজিক মাধ্যমে থেকেই শুরু হয়েছে ক্ষোভের বিস্ফোরণ। বাজাজের এই ডাক কি সেই ক্ষোভকে সংগঠিত রূপ দেবে? ফুটবল প্রাঙ্গণে এখন সেই আলোচনাই তুঙ্গে। ৭ ডিসেম্বরের আন্দোলন কি ভারতীয় ফুটবলে বাস্তবিকই কোনো পরিবর্তনের সূচনা করবে, নাকি আবারও হতাশা বাড়াবে? সেদিকেই তাকিয়ে সমগ্র ফুটবলপ্রেমী দেশ।

Advertisements