দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ বাঁচানোর লড়াইয়ের আগে আবারও মন্দিরে পুজো দিলেন ভারতীয় দলের (Indian Cricket Team) হেড কোচ গৌতম গম্ভীর। ইডেন টেস্টের আগে যেমন কালীঘাট মন্দিরে গিয়েছিলেন তিনি। ঠিক তেমনই দ্বিতীয় টেস্টের আগে পৌঁছে গেলেন গুয়াহাটির কামাখ্যা মন্দিরে। সেখানে পুজো দেওয়ার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়নদের সামনে থমকে গেল গেল ইস্টবেঙ্গলের বিজয় রথ!
বুধবার কলকাতা থেকে গুয়াহাটি পৌঁছনো ভারতীয় দলের সময়েই পরিকল্পনা ছিল গম্ভীরের এই মন্দির যাত্রা। বৃহস্পতিবার সকালেই কামাখ্যায় উপস্থিত হয়ে পূজা অর্চনা করেন তিনি। দলের অবস্থার চাপ টের পাওয়া যাচ্ছিল তাঁর মুখে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ০-১ পিছিয়ে রয়েছে ভারত। শনিবার শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে জয় ছাড়া অন্য কোনও পথ খোলা নেই শুভমন গিলদের সামনে।
গম্ভীরের ‘টেম্পল রান’র ইতিহাস অবশ্য নতুন নয়। বছর শুরুর দিকেও তাঁকে দেখা গিয়েছিল কামাখ্যা মন্দিরে, ইংল্যান্ড সফরের আগে। শুধু তাই নয়, মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির, তিরুপতি বালাজি মন্দির এমন বহু তীর্থস্থানে প্রার্থনা করতে গিয়েছেন তিনি। ভারতীয় দলের কোচ হওয়ার পর আরও ঘন ঘন তাঁকে দেখা গিয়েছে এইসব স্থানে। গম্ভীরের মতে, ধর্মীয় স্থান তাঁকে মানসিক শান্তি দেয়, যা বড় ম্যাচের আগে গুরুত্বপূর্ণ।
এদিকে ইডেন টেস্টে ভারতের ব্যাটিং ব্যর্থতা নিয়ে সমালোচনা তুঙ্গে। মাত্র ১২৪ রানের লক্ষ্য তাড়া করেও ৯৩ রানে অলআউট হয়ে লজ্জাজনকভাবে হারে ভারত। দ্বিতীয় টেস্টের আগে পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে শুভমন গিলের সম্ভাব্য অনুপস্থিতি। ফলে ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা প্রবল। টিম ম্যানেজমেন্টও স্বাভাবিকভাবেই চাপের মুখে।
সিরিজ বাঁচাতে হলে কামাখ্যায় পুজোর পর মাঠেও চাই ‘দেবী কৃপা’। গম্ভীরের অভিজ্ঞতা, দলের মানসিক দৃঢ়তা এবং পরিবেশের চাপ। সব মিলিয়ে আগামী শনিবার শুরু হওয়া টেস্ট ম্যাচেই ঠিক হবে ভারতের সিরিজ ভাগ্য। এখন দেখার, মন্দির দর্শন কি শেষমেশ ভারতের ভাগ্য ফেরায় কি না।
#WATCH | Assam: Indian Men’s Cricket Team Head Coach Gautam Gambhir offered prayers at Kamakhya Temple in Guwahati. pic.twitter.com/IkEJ40ZoEH
— ANI (@ANI) November 20, 2025


