হাতে রয়েছে কিছুদিন। তারপর এই নভেম্বরেই প্রীতি ম্যাচে নামতে চলেছে ভারতের মহিলা ফুটবল দল (India women football team)। সেইকথা মাথায় রেখেই আগামী ১০ই নভেম্বর থেকে কলকাতার রাজারহাট সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে প্রস্তুতি শিবির শুরু করতে চলেছে ভারতীয় দল। যেখানে সকল ফুটবলারদের দেখে নিতে চাইবেন কোচ ক্রিসপিন ছেত্রী। তারপর আগামী ২৪ শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত একাধিক ফ্রেন্ডলি ম্যাচে নামবে ভারতীয় কন্যারা। আসলে আগামী ২০২৬ সালের এএফসি এশিয়ান কাপের প্রস্তুতির জন্য এই ম্যাচগুলিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন সকলে।
সেই কথা মাথায় রেখেই গত মাসে প্রতিবেশী দেশ নেপাল সহ ইরানের মত শক্তিশালী দেশের বিরুদ্ধে ও খেলতে নেমেছিল ভারতীয় ব্রিগেড। এবার সাময়িক কিছু সপ্তাহের ব্যবধানে ফের প্রস্তুতি ম্যাচে নামতে চলেছে জাতীয় মহিলা দল। সেজন্য, এবার মোট ২৫ জুন মহিলা ফুটবলারের নাম ঘোষণা করেছেন জাতীয় দলের কোচ। যেখানে গোলরক্ষক হিসেবে থাকছেন অদ্রিজা সরখেল, সৌম্য নারায়ণসামি ও মুন্নি। ডিফেন্ডারদের মধ্যে থাকছেন অরুণা ব্যাগ, ধুরগা পেরুমাল, জুলি কিষাণ, কিরন পিসদা, মালতি মুন্ডা, মার্টিনা থকচম, নির্মলা দেবী ফাঞ্জুবাম, সঞ্জু।
মিডফিল্ডারদের মধ্যে রয়েছেন যথাক্রমে অঞ্জু তামাং, আভেকা সিং, বাবিনা দেবী লিশম, জাসোদা মুন্ডা, প্রিয়দর্শিনী, রতনবালা দেবী নংমৈথেম, সঙ্গীতা বাসফোর
সন্তোষ। ফরোয়ার্ডে বা আপফ্রন্টে ঝড় তোলার জন্য ডাকা হয়েছে কারিশমা শিরভোইকার, লিন্ডা কম সার্তো, মালবিকা পি, মনীষা কল্যাণ, পিয়ারী সা, সুস্মিতা যাদব। উল্লেখ্য, এখনও পর্যন্ত তাঁদের প্রতিপক্ষের নাম চূড়ান্ত না হলেও আগামী কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে গোটা বিষয়টি।


