হাত রয়েছে মাত্র দিন তিনেকের সময়। তারপরেই এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের (AFC Qualifier) পরবর্তী ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে প্রতিবেশী বাংলাদেশ। গত মার্চে তাঁদের বিপক্ষে ভালো খেলে ও গোলের মুখ খোলা সম্ভব হয়নি। যারফলে অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করতে হয়েছিল ব্লু-টাইগার্সদের। সেই নিয়ে যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে। সেই হতাশা কাটিয়ে এবার আসন্ন ম্যাচে হামজা চৌধুরীদের আটকানোর চ্যালেঞ্জ ভারতীয় ফুটবল দলের।
বর্তমান কোচ খালিদ জামিল তত্ত্বাবধানে এবার বাংলাদেশ বন করতে মরিয়া সন্দেশ ঝিঙ্গানরা। তবে আগের তুলনায় বাংলাদেশ যে অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছে সেটা বলাই চলে। তাই সবদিক মাথায় গত কয়েক সপ্তাহ ধরে দলকে তৈরি করেছেন এই নব নিযুক্ত কোচ। তবে এএফসির এই নিয়মরক্ষার ম্যাচে নামার আগে দলকে ভালো মতো পরোখ করে নেওয়ার পরিকল্পনা ছিল খালিদের। সেইমতো বৃহস্পতিবার সন্ধ্যায় আরেক প্রতিবেশী দেশ তথা ভুটানের বিপক্ষে খেলতে নেমেছিল এডমুন্ড লালরিন্ডিকারা। সেখানে যথেষ্ট ইতিবাচক ফল পেয়েছে দল।
পূর্ন সময়ের শেষে ৬-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, প্রায় ষাট মিনিটের দুই অর্ধে আয়োজিত হয়েছিল এই ফুটবল ম্যাচ। সেখানেই নিজের প্রতিটি অস্ত্রকে পরোখ করেছেন দুই দলের ফুটবল কোচ। তবে প্রথম থেকেই রুদ্ধদ্বার ম্যাচ হিসেবে ঘোষণা করায় এদিন মাঠে থাকার অনুমতি ছিল না কোনও মাধ্যমের। তবে পরবর্তীতে জানা যায় যে বড় ব্যবধানে জয় পেয়েছে ভারত। এই জয় বজায় রেখে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে এবার সাফল্য পেতে চাইবেন লালিয়ানজুয়ালা ছাংতে থেকে শুরু করে গুরপ্রীত সিং সান্ধুরা।
অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় নেপালের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। যেখানে সম্পূর্ণ সময়ের শেষে ২-২ গোলের অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করেছে উভয় দল।


