বৃহস্পতিবার ভুটানের সঙ্গে প্রস্তুতি ম্যাচে নামছে ভারতীয় ফুটবল দল

india-vs-bhutan-friendly-match-before-afc-asian-cup-qualifiers

দিন চারেক পরেই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের পরবর্তী ম্যাচ খেলবে ভারত (India vs Bhutan)।  হিসাব অনুযায়ী এটি নিয়মরক্ষার ম্যাচ হলেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে উভয় শিবির। সেই কথা মাথায় রেখেই গত কয়েকদিন আগে ফুটবলারদের একটি তালিকা প্রকাশ করা হয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে। যেখানে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলের অধিকাংশ দলের থেকেই কমবেশি ফুটবলাররা‌ স্থান পেয়েছেন। এমনকি এবারের এই স্কোয়াডে ইস্টবেঙ্গল ফুটবল দল থেকে সুযোগ পেয়েছেন মোট চার ফুটবলার। যেটা নিঃসন্দেহে খুশি করেছে সকলকে।

Advertisements

পুরনো হতাশা ভুলে খালিদ জামিলের তত্ত্বাবধানে এই ম্যাচে জয় পেতে মরিয়া ব্লু-টাইগার্সরা। বলাবাহুল্য, ভারতীয় দলের কোচ হিসেবে খালিদ জামিলের দায়িত্ব গ্ৰহনের পর কাফা নেশনস কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে চূড়ান্ত সাফল্য না আসলেও ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফিরেছিল ফুটবলাররা। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল দলের সকল ফুটবলারদের। বলতে গেলে কোচ বদলের সাথে সাথেই নিজেদের পুরনো ছন্দে ফিরতে দেখা যায় ভারতীয় ফুটবল দলকে। তবে এবারের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন সম্ভব না হলেও সেই ধাক্কা কাটিয়ে আসন্ন ম্যাচ গুলিতে সাফল্য চান খালিদ জামিল।

   

বেঙ্গালুরুর প্রস্তুতি শিবিরে সেই ভাবেই ফুটবলারদের তৈরি করছেন কোচ। তবে হামজা চৌধুরীদের বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে দলকে ভালো মতো দেখে নিতে চান খালিদ। সেক্ষেত্রে আগামী ১৮ই নভেম্বরের আগেই একটি প্রস্তুতি ম্যাচের মধ্যে দিয়ে নিজেদের প্রস্তুতি ভালো মতো দেখে নিতে চান এই ভারতীয় কোচ। সেইমতো ১৩ ই নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার প্রতিবেশী দেশ ভুটানের বিপক্ষে একটি ক্লোসড ডোর ম্যাচে নামছে ব্লু-টাইগার্স।

Advertisements

যার জন্য ইতিমধ্যেই ভারতে এসে গিয়েছে ভুটানের ফুটবল দল। এই ম্যাচের মধ্যে দিয়েই সকলকে দেখে নিতে চাইবেন খালিদ। পাশাপাশি এই ম্যাচের ফলাফল নিঃসন্দেহে প্রভাব ফেলতে পারে বাংলাদেশ ম্যাচে।