বাংলাদেশের বিপক্ষে নেই অবনীত, রইল অপেক্ষা

Abneet Bharti

সপ্তাহ খানেক পরেই বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে ভারত (India vs Bangladesh)। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের এটি নিয়মরক্ষার ম্যাচ হলেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে উভয় শিবির। সেই কথা মাথায় রেখেই গত কয়েকদিন আগে ফুটবলারদের একটি তালিকা প্রকাশ করা হয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে। যেখানে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলের অধিকাংশ দলের থেকেই কমবেশি ফুটবলাররা‌ স্থান পেয়েছেন। পুরনো হতাশা ভুলে খালিদ জামিলের তত্ত্বাবধানে এই ম্যাচে জয় পেতে মরিয়া ব্লু-টাইগার্সরা।

Advertisements

বলাবাহুল্য, ভারতীয় দলের কোচ হিসেবে খালিদ জামিলের দায়িত্ব গ্ৰহনের পর কাফা নেশনস কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে চূড়ান্ত সাফল্য না আসলেও ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফিরেছিল ফুটবলাররা। জান নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল দলের সকল ফুটবলারদের। বলতে গেলে কোচ বদলের সাথে সাথেই নিজেদের পুরনো ছন্দে ফিরতে দেখা যায় ভারতীয় ফুটবল দলকে। তবে এবারের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন সম্ভব না হলেও সেই ধাক্কা কাটিয়ে আসন্ন ম্যাচ গুলিতে সাফল্য চান খালিদ জামিল। বেঙ্গালুরুর প্রস্তুতি শিবিরে সেই ভাবেই ফুটবলারদের তৈরি করছেন কোচ।

   

এক্ষেত্রে বাড়তি উন্মাদনা যুক্ত করেছিল রায়ান উইলিয়ামসের পাশাপাশি অবনীত ভারতীর জাতীয় শিবিরের অংশ হওয়ার কথা। কিন্তু এসবের মাঝেই উঠে আসলো নয়া তথ্য। শেষ পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, আসন্ন বাংলাদেশ ম্যাচে অবনীতকে পাচ্ছে না ভারত। বর্তমানে বিদেশের ফুটবল ক্লাব অ্যাকাডেমিয়া ডে বালোম্পি বলিভিয়ানোর সঙ্গে যুক্ত রয়েছেন এই ভারতীয় ফুটবলার। জানা গিয়েছে, জাতীয় শিবিরের জন্য এই মুহূর্তে তাঁকে ছাড়ছেনা সেই ফুটবল ক্লাব।

Advertisements

যারফলে বাংলাদেশ ম্যাচে তাঁর থাকার সম্ভাবনা নেই বললেই চলে। যারফলে, পরবর্তী উইন্ডো পর্যন্ত অপেক্ষা করতে হবে সাতাশ বছরের এই ফুটবলারকে।