এবার থাইল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারতের যুব দল, ডাক পেলেন কারা?

india-u23-football-squad-friendly-match-against-thailand-2025

বর্তমানে যথেষ্ট প্রশংসনীয় ফুটবল খেলছে ভারতের অনূর্ধ্ব ২৩ ফুটবল দল (India U23 Football Team)। এবারের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে দাপুটে ছন্দে ধরা দিয়েছিল নৌসাদ মুসার ছেলেরা। প্রথম ম্যাচেই তাঁদের খেলতে হয়েছিল বাহরিনের জাতীয় দলের সঙ্গে। সম্পূর্ণ সময়ের শেষে দুই গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ব্লু-টাইগার্সরা। দলের হয়ে গোল করেছিলেন যথাক্রমে মহম্মদ সুহেইল এবং শিবাল্ডো সিং। এই জয় নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল দলের সকল ফুটবলারদের। আসলে দলের আক্রমণাত্মক ফুটবলের সামনে কার্যত অনেকটাই চাপে পড়ে গিয়েছিল প্রতিপক্ষ। তারপর দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ হিসেবে ছিল আয়োজক কাতার। স্বাভাবিকভাবেই তাঁদের বিপক্ষে লড়াইটা যে সহজ হবে না সেটা ভালো মতোই জানতেন সকলে।

Advertisements

তবে ম্যাচে দেখা গিয়েছিল অন্য ছবি। প্রথম থেকেই হাড্ডাহাড্ডি লড়াই করতে দেখা গিয়েছিল ভারতের তরুণ ফুটবলারদের। একটা সময় পিছিয়ে যেতে হলেও পরবর্তীতে গোলের মুখ খুলতে খুব একটা সমস্যা হয়নি। সমতায় ফেরার পর থেকেই আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছিল ভারতীয় ব্রিগেড। তবে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত বদলে দিয়েছিল সমস্ত কিছু। যারফলে দশজনে খেলে পরাজিত হতে হয়েছিল নৌশাদ মুসার ছেলেদের।
যারফলে পরবর্তী রাউন্ডে যাওয়া অনেকটাই কঠিন হয়ে উঠেছিল ভারতের কাছে। তবুও নিজেদের সেরাটা দিয়ে ব্রুনেইকে পরাজিত করেছিল ভিবিন মোহাননরা‌। তবুও পরের রাউন্ডে যাওয়া সম্ভব হয়নি।

   

তরুণ ফুটবলারদের দাপুটে পারফরম্যান্স নিঃসন্দেহে মন জয় করেছিল সকলের। পরবর্তীতে ইন্দোনেশিয়ার সঙ্গে অমীমাংসিত ফলাফলে প্রীতি ম্যাচ শেষ‌ করেছিল ভারতের তরুণ ব্রিগেড। হাতে কয়েকদিন। তারপরেই আগামী ১৫ই নভেম্বর থাইল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে নামবে নৌসাদ মুসার ছেলেরা। সেই নিয়েই এবার ২৫ জন তরুণ ফুটবলারদের নাম ঘোষণা করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন‌। যেখানে গোলরক্ষক হিসেবে রয়েছেন যথাক্রমে দীপেশ চৌহান, কমলুধীন একে, মোহনরাজ কে, প্রিয়ান্স দুবে। ডিফেন্ডারদের মধ্যে রয়েছেন দীপেন্দু বিশ্বাস,হর্ষ পালান্দে, মুহাম্মদ সাহিফ, রিকি মিতেই হাওবাম, রোশন সিং থাং জাম, সনাতোম্বা সিং ইয়াংলেম, সুমিত শর্মা ব্রহ্মচরিমায়ুম।‌

Advertisements

মিডফিল্ডারদের মধ্যে রয়েছেন আয়ুষ দেব ছেত্রী, ম্যাঙ্গলেনথাং কিপগেন, নামতে, মোহাম্মদ আইমেন, শিবালদো সিং চিংগাংবাম, সিঙ্গামায়ুম শামি, ভিবিন মোহনন, ভিনিত ভেঙ্কটেশ‌। ফরোয়ার্ডে থাকছেন এলান সাজি, কৌর সিং থিংগুজাম, মোহাম্মদ সানান, পার্থিব গগৈ, পাসাং দর্জি তামাং, থোই সিং হাইড্রম।