Tuesday, October 14, 2025
HomeSports NewsFootballইন্দোনেশিয়ার বিপক্ষে এগিয়ে থেকে ড্র করল ভারতীয় ফুটবল দল

ইন্দোনেশিয়ার বিপক্ষে এগিয়ে থেকে ড্র করল ভারতীয় ফুটবল দল

সূচি অনুযায়ী আজ জাকার্তার স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় অনূর্ধ্ব ২৩ ফুটবল দল (India U23 vs Indonesia)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল ইন্দোনেশিয়া ফুটবল দল। অ্যাওয়ে ম্যাচ থাকায় প্রতিপক্ষ দল যে সহজে হার মানবে না সেটা ভালো মতোই আন্দাজ করতে পেরেছিলেন সকলে। সেইমতো নিজেদের ছেলেদের প্রস্তুত করেছিলেন নৌসাদ মুসা‌। সম্পূর্ণ সময়ের শেষে ১-১ গোলের অমীমাংসিত ফলাফলে শেষ হল এই ম্যাচ। এদিন ভারতীয় (India U23 vs Indonesia) দলের হয়ে গোল করে যান কোরো সিং। ইন্দোনেশিয়াকে সমতায় এনেছিলেন ডনি পামুংকাস।তবে প্রথম ম্যাচের তুলনায় এবার বেশকিছু বদল লক্ষ্য করা গিয়েছিল দলের একাদশে।

Advertisements

আসলে নিজের স্কোয়াডের অধিকাংশ ফুটবলারদের দেখে নেওয়ার পরিকল্পনা ছিল মুসার। সেইমতো মোট ছয়জন ফুটবলারকে বদলে ছিলেন তিনি। প্রথমার্ধে উভয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও গোলের মুখ খোলা সম্ভব হয়নি কারুর পক্ষেই। যা কিছুটা হতাশ করেছিল ফুটবলপ্রেমীদের। কিন্তু সুযোগ বুঝেই ম্যাচের দ্বিতীয়ার্ধের প্রথম কয়েক মিনিটেই চলে আসে বহু প্রতীক্ষিত গোল। ৪৭ মিনিটের মাথায় প্রতিপক্ষের গোল দুর্গে ফাটল ধরিয়ে দিয়ে যান কোরো। তারপর থেকে যথেষ্ট আত্মবিশ্বাসের সহিত খেলতে দেখা যাচ্ছিল ভারতীয় (India U23 vs Indonesia) তরুণদের। মাঝে মাঝে প্রতিপক্ষ দলের ফুটবলাররা আক্রমণে উঠে আসার চেষ্টা করলেও মুখ খোলা সহজ ছিল না।

Advertisements

কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের ৭০ মিনিটের মাথায় সমতায় ফেরার গোল তুলে নেয় ইন্দোনেশিয়া। তারপর ও বেশ কয়েকবার আক্রমণ প্রতি আক্রমণের পাশাপাশি বল দখলের লড়াই চললেও স্কোর লাইনের বদল ঘটেনি। যারফলে প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে একটি গোলের ব্যবধানে ম্যাচ জেতার পর এবার ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হল নৌসাদ মুসার ছেলেদের। তবে আগের ম্যাচে জয় আসায় এগিয়ে থেকেই‌ শেষ করল ব্লু-টাইগার্স।

Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments