বৃথা লড়াই, বাংলাদেশের কাছে হার খালিদের ভারতের

india-lose-to-bangladesh-afc-asian-cup-qualifier-1-0

এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে জোড় ধাক্কা খেল ভারত (India vs Bangladesh)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন নিয়মরক্ষার ম্যাচ খেলতে নেমেছিল ব্লু-টাইগার্স। সম্পূর্ণ সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে এই ম্যাচে পরাজিত হতে হল ভারতীয় ফুটবল দলকে। বাংলাদেশ দলের হয়ে একটি মাত্র গোল করে যান শেখ মরসালিন। এই তরুণ ফুটবলারের গোলেই নিজেদের দেশের মাটিতে জয় ছিনিয়ে নিল হামজা চৌধুরীদের দেশ। ভারতীয় ফুটবল দলের এই পরাজয় নিঃসন্দেহে হতাশ ফুটবলপ্রেমীরা। এমন ফলাফল স্বাভাবিকভাবেই মেনে নেওয়া যথেষ্ট কষ্টসাধ্য দেশের ফুটবল অনুরাগীদের কাছে।

Advertisements

ব্যর্থ ফেডারেশনের বৈঠক! আইএসএলের ভবিষ্যৎ শীর্ষ আদালতের হাতে

   

উল্লেখ্য, এদিন প্রথম থেকেই যথেষ্ট দাপটের সাথে খেলতে দেখা গিয়েছিল কাবিয়েরার ছেলেদের। তাছাড়া নিজেদের মাটিতে ম্যাচ থাকায় স্বাভাবিকভাবেই সমর্থকদের উপস্থিতি নিঃসন্দেহে বাড়তি উৎসাহ জোগাতে শুরু করেছিল তপু বর্মন থেকে শুরু করে জামাল ভুঁইয়াদের। স্বাভাবিকভাবেই গোলের মুখ খুলতে খুব একটা সমস্যা হয়নি। ম্যাচের ১৩ মিনিটের মাথায় প্রতি আক্রমণে উঠে এসে গোল করে যান শেখ মরসালিন। যার কিছুই করার ছিল না ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান থেকে শুরু করে গুরপ্রীত সিং সান্ধুদের‌। এই ধাক্কা কাটিয়ে ওঠার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি।

Advertisements

পরবর্তীতে রহিম আলি থেকে শুরু করে ম্যাকার্টন লুইসরা ঘন ঘন আক্রমণে উঠে আসলেও প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে গোলের মুখ খোলা সম্ভব হয়নি। যারফলে প্রথমার্ধের শেষে একটি গোলের ব্যবধানে এগিয়ে থাকে বাংলাদেশ ফুটবল দল। তবে দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই আক্রমণে বাড়তি নজর দেন জামিল। এক্ষেত্রে নাওরেম মহেশ সিং থেকে শুরু করে লালিয়ানজুয়ালা ছাংতেরা বাংলাদেশের রক্ষণভাগে হানা দিলে ও গোলের মুখ খুলতে পারেননি। এছাড়াও ৫০ মিনিটের মাথায় সহজ সুযোগ চলে এসেছিল রহিম আলির কাছে। কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় সেটি। তার ঠিক কয়েক মিনিট পরেই গোল পোস্ট লক্ষ্য করে দুরপাল্লার শট নিয়েছিলেন নাওরেম মহেশ সিং।

কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। শেষ পর্যন্ত ম্যাচের ৬০ মিনিটের কিছুটা সময় পরেই মাঠে আসেন মহম্মদ শানন। তিনি আসার পর আপফ্রন্টের ঝাঁঝ বাড়লেও গোলের মুখ কিছুতেই খোলা সম্ভব হয়নি। নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিট সময় রেফারির তরফে সংযুক্ত করা হলেও অপরিবর্তিত থাকে ম্যাচের ফলাফল। ভারতের এই পরাজয় নিঃসন্দেহে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে খালিদের ভূমিকা।