HomeSports NewsFootballবাংলাদেশের বিপক্ষে সম্ভাব্য দলে নেই এই তারকা, সুযোগ ১ বাংলার ফুটবলারের

বাংলাদেশের বিপক্ষে সম্ভাব্য দলে নেই এই তারকা, সুযোগ ১ বাংলার ফুটবলারের

- Advertisement -

ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হারের পর এশিয়ান কাপের মূলপর্বে ওঠার স্বপ্ন কার্যত শেষ ভারতের (Indian Football Team)। সেই সঙ্গে ২৭ নভেম্বর ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে বাছাইপর্বের ম্যাচ রয়েছে। এখন শুধুই নিয়মরক্ষার লড়াই। তবে সেই ‘নিয়মরক্ষার’ ম্যাচকেও ভারতীয় ফুটবলের নতুন প্রজন্ম গঠনের সুযোগ হিসেবে দেখছেন হেড কোচ খালিদ জামিল। বুধবার তিনি ঘোষণা করেছেন ২৩ সদস্যের সম্ভাব্য দল, যেখানে জোর দেওয়া হয়েছে তরুণদের ওপর।

গড়াপেটার অভিযোগে গ্রেফতার আরও ১, মুখ খুললেন লাল-হলুদ শীর্ষ কর্তা

সবচেয়ে আলোচিত বিষয়, দলে নেই কিংবদন্তি সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবলের দীর্ঘদিনের ভরসা এই স্ট্রাইকারকে ছাড়াই বাংলাদেশ সফরে নামছে ভারতীয় ফুটবল দল। কোচ খালিদ জামিল জানিয়েছেন, ভবিষ্যতের কথা মাথায় রেখে তরুণদের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত। তবে সূত্রের খবর, সুনীল নিজেও জাতীয় দলের জার্সি গায়ে আর খেলতে আগ্রহী নন। তিনি মনে করছেন, এখন সময় নতুনদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার। শোনা যাচ্ছে, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে দ্বিতীয়বার অবসরের ঘোষণা করতে পারেন ভারত অধিনায়ক।

   

তবে সিনিয়রদের মধ্যে গুরপ্রীত সিং সান্ধু এবং সন্দেশকে রেখেছেন খালিদ। দলের ভারসাম্য রক্ষায় ও তরুণদের গাইড করতে এই দুই অভিজ্ঞ ফুটবলার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। অন্যদিকে, মোহনবাগানের কোনও ফুটবলারকেই রাখা হয়নি দলে। শুভাশীষ বোস সহ সব বাগান ফুটবলার বাদ পড়েছেন। এটি নিঃসন্দেহে এক তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত।

তরুণদের ভিড়ে নজর কাড়ছেন রহিম আলি। বাংলা থেকে একমাত্র প্রতিনিধিত্ব করছেন তিনি। অ্যাওয়ে ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারতের হয়ে গোল করেছিলেন এই তরুণ স্ট্রাইকার। তাই বাংলাদেশের বিপক্ষেও তাঁর কাঁধে থাকবে গোলের দায়িত্ব। এছাড়া অনূর্ধ্ব-২৩ দলের হয়ে বর্তমানে খেলছেন মহম্মদ সানান, তিনিও পরে মূল দলে যোগ দেবেন।

দলে আছেন আকাশ মিশ্র, আনোয়ার আলি, আশিক কুরুনিয়ন, সুরেশ সিং ওয়াংজাম, লালিয়ানজুয়ালা ছাংতে, বিক্রম প্রতাপ সিংদের মতো তরুণ প্রতিভা। তাঁদের পারফরম্যান্সই নির্ধারণ করবে ভারতের ভবিষ্যৎ দিকনির্দেশ।

এশিয়ান কাপের মূলপর্বে যাওয়ার রাস্তা বন্ধ হলেও, এই ম্যাচ খালিদ জামিলের কাছে ‘নতুন সূচনার মঞ্চ’। ভারতের নতুন প্রজন্মের ফুটবলারদের আন্তর্জাতিক পর্যায়ে মানিয়ে নেওয়ার সুযোগই হবে এই লড়াইয়ের আসল প্রাপ্তি। সুনীলবিহীন ভারত এবার কতটা দৃঢ়ভাবে মাঠে নামতে পারে, সেটাই দেখার বিষয়।

ভারতের সম্ভাব্য দল:

গুরপ্রীত সিং সান্ধু, হৃতিক তিওয়ারি, সাহিল, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হামিংথানমাউইয়া রালটে, মুহাম্মদ উভাইস, প্রমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিংগান, আশিক কুরুনিয়ন, ব্রিসন ফার্নান্দেস, লালরেমটলুয়াঙ্গা ফানাই, ম্যাকার্টন লুই নিকসন, মহেশ সিং নওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম, ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, মহম্মদ সানান, রহিম আলি, বিক্রম প্রতাপ সিং

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular