আগামী সপ্তাহে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের (AFC Qualifier,) পরবর্তী ম্যাচ খেলবে ভারত। এটি নিয়মরক্ষার ম্যাচ হলেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন খালিদ জামিল। সেই কথা মাথায় রেখেই সপ্তাহ কয়েক আগে ফুটবলারদের একটি তালিকা প্রকাশ করা হয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে। যেখানে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলের অধিকাংশ দলের থেকেই কমবেশি ফুটবলাররা স্থান পেয়েছেন। এমনকি এবারের এই স্কোয়াডে ইস্টবেঙ্গল ফুটবল দল থেকে সুযোগ পেয়েছেন মোট চার ফুটবলার। এছাড়াও রয়েছেন রায়ান উইলিয়ামস।
তাঁদের নিয়ে এই ম্যাচে জয় পেতে মরিয়া খালিদ। বলাবাহুল্য, ভারতীয় দলের কোচ হিসেবে খালিদ জামিলের দায়িত্ব গ্ৰহনের পর কাফা নেশনস কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে চূড়ান্ত সাফল্য না আসলেও ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফিরেছিল ফুটবলাররা। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল দলের সকল ফুটবলারদের। বলতে গেলে কোচ বদলের সাথে সাথেই যেন ভোল পাল্টেছে জাতীয় দলের। নিজেদের পুরনো ছন্দে ফিরতে শুরু করেছে সন্দেশ ঝিঙ্গানরা। বেঙ্গালুরুর প্রস্তুতি শিবিরে সেই ভাবেই ফুটবলারদের তৈরি করছেন কোচ।
এছাড়াও হামজা চৌধুরীদের বিপক্ষে মাঠে নামার আগে দলকে ভালো মতো দেখে নেন ভারতীয় কোচ। সেইমতো দিনকয়েক আগেই ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে জাতীয় দল। ক্লোজড ডোর ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় ফুটবল দল। মাত্র কয়েকদিনের ব্যবধান। তারপর আগামী ১৯শে নভেম্বর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে নামবে আনোয়ার আলিরা। এখন সেদিকেই নজর থাকবে দেশের সকল ফুটবলপ্রেমীদের। তার আগে শনিবার সন্ধ্যায় বাংলাদেশ তথা ঢাকায় পা রাখে জাতীয় দল।
শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে তারপরেই এশিয়ান কাপের ম্যাচে নামবে ব্লু-টাইগার্স। এক্ষেত্রে অন্যান্য ফুটবলারদের পাশাপাশি রায়ান উইলিয়ামসের দিকে বিশেষ নজর থাকবে সকলের।


