শনিবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হতে চলেছে আইএফএ শিল্ড ফাইনাল (IFA Shield)। যেখানে লড়াই করতে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রধান। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। যে ম্যাচের দিকে নজর থাকে গোটা দেশের ফুটবলপ্রেমী মানুষদের। তবে গত ডার্বির তুলনায় লড়াই যে এবার আর ও কঠিন হতে চলেছে সেটা ভালো মতোই জানেন উভয় দলের কোচ। সেইমতো খেলোয়ারদের প্রস্তুত করেছেন হোসে মোলিনা থেকে শুরু করে অস্কার ব্রুজো। উল্লেখ্য, এবারের এই ডুরান্ড কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবকে পরাজিত করে দল সেমিফাইনালে স্থান করে নিলেও পরবর্তীতে বজায় ছিল না সেই ধারা।
পরাজিত হতে হয়েছিল বাংলার আরেক শক্তিশালী ফুটবল ক্লাব ডায়মন্ড হারবার এফসির কাছে। সেই ধাক্কা কাটিয়ে এবার ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর মশাল ব্রিগেড। অন্যদিকে, গত দুইটি ডার্বির হতাশা ভুলে এবার বদলা নিতে এবং সিজনের প্রথম খেতাব ঘরে তুলতে মরিয়া মোহনবাগান। ডুরান্ডের পর কেটে গিয়েছে অনেকটা সময়। দলের সঙ্গে অনুশীলন করেছেন দুই দলের প্রায় সকল ফুটবলার। যারফলে ফিটনেসের দিক থেকে এবার মোহনবাগানকে টেক্কা দেওয়া যে একেবারেই সহজ হবে না সেটা বলাই চলে। অন্যদিকে, অস্কারের ভরসাযোগ্য হয়ে ওঠার পরিকল্পনা থাকবে মরোক্কান তারকা হামিদ আহদাদের।
এছাড়াও পরিস্থিতি ভেদে হিরোশি ইবুসুকিকে ও মাঠে নামানোর কথা ভাবতে পারেন তিনি। যদিও এমন হাইভোল্টেজ ম্যাচে তিনি আদৌ নিজেকে কতটা মিলে ধরতে পারবেন সেটা একটা বড় প্রশ্ন। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের ক্ষেত্রে এবার আর ভেক্টশের উপর ভরসা রাখল বঙ্গীয় ফুটবল ফেডারেশন। তাঁর সিদ্ধান্তের উপর এবার নির্ভর করছে দুই প্রধানের সাফল্য। বলাবাহুল্য, বিগত কয়েক সিজন ধরেই দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে যথেষ্ট দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন ভেঙ্কটেশ। এবার তাঁর চূড়ান্ত সিদ্ধান্তের দিকে নজর থাকবে সকলের।