শনিবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবলপ্রেমীদের স্বপ্নের মুহূর্ত এনে দিল ঐতিহ্যবাহী আইএফএ শিল্ডের ফাইনাল (IFA Shield Final 2025 )। মুখোমুখি হয়েছে বাংলার দুই প্রধান, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। আবেগ, উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা সব মিলিয়ে এক রুদ্ধশ্বাস লড়াইয়ের সাক্ষী থাকল যুবভারতী। ফাইনালের প্রথমার্ধ শেষে স্কোরলাইন ১-১।
প্রথম মিনিট থেকেই ম্যাচে দাপট দেখাতে শুরু করে ইস্টবেঙ্গল। ৪ মিনিটে বাঁ দিক থেকে বিপিন সিং দুরন্ত গতিতে ঢুকে পড়েন বক্সে, কিন্তু শেষ মুহূর্তে পাপায়ের জালে আটকে গিয়ে গোলের সুযোগ হাতছাড়া হয়। পাল্টা আক্রমণে ৫ মিনিটেই লিস্টন কোলাসো ইস্টবেঙ্গলের বক্সে হানা দেন, কিন্তু লাল-হলুদের রক্ষণভাগ তৎপর থাকায় সেই চেষ্টা ব্যর্থ হয়।
৭ মিনিটে জ্যামি ম্যাকলারেন ও জেসন কামিংসের যুগলবন্দিতে মোহনবাগান ঝাঁপিয়ে পড়ে আক্রমণে। কিন্তু ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসুখন গিল দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন। ৯ মিনিটে মরোক্কান স্ট্রাইকার হামিদ আহাদাদের গোলের সুযোগ এলেও অফসাইডে ধরা পড়েন তিনি।
২৪ মিনিটে সাহাল আব্দুল সামাদ ওয়ান-টু পাসে বক্সে ঢুকে পড়লেও প্রভসুখনের অনবদ্য সেভ ফের একবার ইস্টবেঙ্গলকে বাঁচায়। তবে ৩১ মিনিটে বড় ধাক্কা খায় লাল-হলুদ শিবির। বক্সের ভিতরে আনোয়ার আলির ফাউলের কারণে মোহনবাগান পেনাল্টি পায়। যদিও ৩৩ মিনিটে কামিংসের নেওয়া শট চলে যায় বারের উপর দিয়ে। হতাশ হয়ে পড়ে সবুজ-মেরুন গ্যালারি।
এরপরই ম্যাচে মঞ্চে নেমে আসেন ইস্টবেঙ্গলের নির্ভরযোগ্য ফরোয়ার্ড হামিদ আহাদাদ। ৩৬ মিনিটে বিপিন সিংয়ের পাস থেকে মহেশ সিং বল বাড়ান হামিদের উদ্দেশ্যে। সঠিক জায়গায় দাঁড়িয়ে বল জালে জড়িয়ে দেন হামিদ। মুহূর্তেই গর্জে ওঠে লাল-হলুদ গ্যালারি। সেই সময় মনে হচ্ছিল, এই গোলই হতে চলেছে ফাইনালের মীমাংসাকারী মুহূর্ত।
৪২ মিনিটে ফের একবার গোলের কাছাকাছি পৌঁছে যান হামিদ। তাঁর নেওয়া দুরন্ত শট পোস্টে লেগে ফিরে আসে। লাল-হলুদ গ্যালারি তখন শ্বাসরুদ্ধ।
তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মোহনবাগান ঘুরে দাঁড়ায়। দলের তরুণ মিডফিল্ডার আপুইয়া দূরপাল্লার শটে গোল করে সমতায় ফেরান সবুজ-মেরুন ব্রিগেডকে। বল ক্রসবারে লেগে নিচে পড়ে গোললাইন অতিক্রম করে। লাইন্সম্যানের পতাকা উঠতেই রেফারি গোলের নির্দেশ দেন।
প্রথমার্ধ শেষে স্কোর ১-১। জমজমাট এই ডার্বিতে দ্বিতীয়ার্ধে কোন দল শেষ হাসি হাসবে, এখন সেই দিকেই তাকিয়ে গোটা বাংলা। আইএফএ শিল্ড কার ঘরে উঠবে? নির্ধারিত হবে দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটের মধ্যে।
HT | Hamid gave us the lead in the 36th minute, but the score stands 1️⃣-1️⃣ at the break. ⚔️#JoyEastBengal #IFAShield #KolkataDerby pic.twitter.com/EKdkdBJjgd
— East Bengal FC (@eastbengal_fc) October 18, 2025