HomeSports NewsFootballঅমীমাংসিত নব্বই মিনিট, খেলা চলে গেল অতিরিক্ত সময়

অমীমাংসিত নব্বই মিনিট, খেলা চলে গেল অতিরিক্ত সময়

- Advertisement -

টান টান উত্তেজনার মধ্যে দিয়ে এগোচ্ছে এবারের আইএফএ শিল্ড ফাইনাল (IFA Shield Final)। আজ এই গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা ময়দানের দুই প্রধান। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে নির্ধারিত নব্বই মিনিট। যেখানে বজায় রয়েছে ১-১ গোলের অমীমাংসিত ফলাফল। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছিলেন মরোক্কান তারকা হামিদ আহদাদ। অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্টকে সমতায় ফেরান আপুইয়া।

প্রথমার্ধের অমীমাংসিত ফলাফলের পর দ্বিতীয়ার্ধে গোলের মুখ খুলতে মরিয়া ছিল দুই দল। কিন্তু সেটা সম্ভব হয়নি। যারফলে ম্যাচ চলে গিয়েছে অতিরিক্ত সময়। অর্থাৎ এবার ১২০ মিনিট অন্তত গড়াবে ম্যাচ। বলাবাহুল্য, প্রথম মিনিট থেকেই ম্যাচে দাপট দেখাতে শুরু করে ইস্টবেঙ্গল। ৪ মিনিটে বাঁ দিক থেকে বিপিন সিং দুরন্ত গতিতে ঢুকে পড়েন বক্সে, কিন্তু শেষ মুহূর্তে গোলের সুযোগ হাতছাড়া হয়। পাল্টা আক্রমণে ৫ মিনিটেই লিস্টন কোলাসো ইস্টবেঙ্গলের বক্সে হানা দেন, কিন্তু লাল-হলুদের রক্ষণভাগ তৎপর থাকায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

   

তবে ৭ মিনিটে জ্যামি ম্যাকলারেন ও জেসন কামিংসের যুগলবন্দিতে মোহনবাগান ঝাঁপিয়ে পড়ে আক্রমণে। কিন্তু ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসুখন সিং গিল দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন। ৯ মিনিটে মরোক্কান স্ট্রাইকার হামিদ আহাদাদের গোলের সুযোগ এলেও অফসাইডে আটকে পড়েন তিনি। পরবর্তীতে ২৪ মিনিটে সাহাল আব্দুল সামাদ ওয়ান-টু পাসে বক্সে ঢুকে পড়লেও প্রভসুখনের অনবদ্য সেভ ফের একবার ইস্টবেঙ্গলকে বাঁচায়। তবে ৩১ মিনিটে বড় ধাক্কা খায় লাল-হলুদ শিবির। বক্সের ভিতরে আনোয়ার আলির ফাউলের কারণে মোহনবাগান পেনাল্টি পায়। যদিও ৩৩ মিনিটে কামিংসের নেওয়া শট চলে যায় বারের উপর দিয়ে।

যারফলে হতাশ হয়ে পড়ে সবুজ-মেরুন গ্যালারি। তারপরেই ৩৬ মিনিটে বিপিন সিংয়ের পাস থেকে মহেশ সিং বল বাড়ান হামিদের উদ্দেশ্যে। সঠিক জায়গায় দাঁড়িয়ে বল জালে জড়িয়ে দেন হামিদ। মুহূর্তেই গর্জে ওঠে লাল-হলুদ গ্যালারি। সেই সময় মনে হচ্ছিল, এই গোলই হতে চলেছে ফাইনালের মীমাংসাকারী মুহূর্ত। কিন্তু সেটা সম্ভব হয়নি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মোহনবাগান ঘুরে দাঁড়ায়।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular