আজ কিশোর ভারতী স্টেডিয়ামে আইএফএ শিল্ডের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে ইস্টবেঙ্গল ফুটবল দল। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আইলিগের ফুটবল ক্লাব নামধারী এফসি। ইতিমধ্যেই শেষ হয়েছে প্রথমার্ধের খেলা।
যেখানে আপাতত ২-০ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। গোল পেয়েছেন মহম্মদ রশিদ এবং পিভি বিষ্ণু। যারফলে দ্বিতীয়ার্ধে বেশ কিছুটা চাপমুক্ত হয়েই মাঠে নামতে পারবে অস্কার ব্রুজোর ছেলেরা। অপরদিকে, চাপ বাড়িয়ে ব্যবধান কমাতে চাইবে নামধারী।
ভারতের ডিজিটাল বিপ্লব, বিশাখাপত্তনমে দেশের প্রথম মেগা এআই হাব গড়ছে গুগল ও এয়ারটেল
গত ম্যাচে জয় পাওয়ার পর আজ প্রথম থেকেই যথেষ্ট ফুরফুরে মেজাজে ধরা দিয়েছে লাল-হলুদ ফুটবলাররা। সুযোগ বুঝেই নামধারীর রক্ষণভাগে হানা দিতে দেখা গিয়েছিল বিপিন সিং থেকে শুরু করে মিগুয়েল ফিগুয়েরাদের।
প্রথমদিকে বেশ কয়েকবার আক্রমণ রোধ করা সম্ভব হলেও পরবর্তীতে আর সেটা বজায় রাখতে পারেননি প্রতিপক্ষের ডিফেন্ডাররা। যারফলে ম্যাচের ১৯ মিনিটের মাথায় চলে আসে কাঙ্ক্ষিত গোল। প্যালেস্টাইনের তারকা ফুটবলার মহম্মদ রশিদের দুরপাল্লার শট প্রতিপক্ষের ফুটবলারের গায়ে লেগে অনায়াসেই চলে গিয়েছিল গোলের মধ্যে।
কিছুই করার ছিল না নামধারীর গোলরক্ষকের। তারপর ৪১ মিনিটের মাথায় আসে দলের দ্বিতীয় গোল। এবার বল নিয়ে প্রতিপক্ষের গোল বক্সের সামনে চলে এসেছিলেন ডেভিড লালহানসাঙ্গা। তাঁর পাস থেকেই বল গোলে ঠেলে যান পিভি বিষ্ণু। যারফলে অনায়াসেই ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।
নির্ধারিত পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সেই ফলাফল বজায় থাকার পর অতিরিক্ত ৪ মিনিট সময় সংযুক্ত করেছিলেন ম্যাচ রেফারি। সেখানে ও বেশ কয়েকবার আক্রমণ প্রতি আক্রমণের পরিস্থিতি তৈরি হলেও অপরিবর্তিত থাকে ম্যাচের ফলাফল।
এদিন ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারের মাঝামাঝি সময় ও গোলের সুযোগ এসে গিয়েছিল ইস্টবেঙ্গলের কাছে। জয় গুপ্তার পাস থেকে গোলের পরিস্থিতি তৈরি হলেও সেটি নিয়ন্ত্রণ করে ফিনিশ করতে পারেননি ডেভিড। নাহলে অনায়াসেই আরও বাড়তে পারত ব্যবধান।
১৯ মিনিট ( ইস্টবেঙ্গল ১ -০ ) রাশিদ 
৪১ মিনিটের মাথায় ২-০ ( ডেভিডের পাস বিষ্ণু গোল)


