IFA Shield 2025: ফাইনালে ওঠার লড়াইয়ে ইস্টবেঙ্গল বনাম নামধারি এফসি

East Bengal Women’s Team Set for AFC Women’s Champions League 2025-26 with Star-Studded Squad

কলকাতা, ১৩ অক্টোবর ২০২৫: ঐতিহ্যবাহী IFA শিল্ডের ১২৫তম সংস্করণের গ্রুপ এ-র ডেসাইডারে মঙ্গলবার মুখোমুখি হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল এফসি ও নামধারি এফসি। খেলা হবে কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে বিকেল আড়াইটে থেকে। এই ম্যাচই নির্ধারণ করবে কোন দল উঠবে ১৮ অক্টোবর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিতব্য ফাইনালে।

Advertisements

ফাইনালে ওঠার সমীকরণ

দুই দলই ইতিমধ্যেই নিজেদের প্রথম ম্যাচে শ্রীনিধি ডেক্কান এফসি-কে হারিয়েছে। তবে গোল ব্যবধানে এগিয়ে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গল জিতেছে ৪-০ ব্যবধানে, অন্যদিকে নামধারি জিতেছে ৩-০ তে। ফলে ফাইনালে যেতে ইস্টবেঙ্গলের প্রয়োজন শুধু একটি ড্র, আর নামধারিকে জিততেই হবে।

Advertisements

দুর্দান্ত শুরুতে লাল-হলুদ

৮ অক্টোবর কল্যাণী স্টেডিয়ামে শ্রীনিধি ডেক্কানের বি দলকে উড়িয়ে দিয়ে অভিযান শুরু করে ইস্টবেঙ্গল। দলের হয়ে গোল করেন জয় গুপ্ত, সাউল ক্রেস্পো, হামিদ আহাদাদ ও জ্যাকসন সিং। আক্রমণভাগে ইস্টবেঙ্গল বেশ ধারালো ছিল এবং প্রতিপক্ষকে পুরোপুরি কোণঠাসা করে দেয়।

নামধারির শক্তিশালী জয়

অন্যদিকে নামধারি এফসি প্রথম ম্যাচেই নিজেদের শক্তি দেখিয়েছে। তারা প্রথমার্ধেই তিনটি গোল করে ম্যাচ নিশ্চিত করে ফেলে। গোলদাতাদের মধ্যে ছিলেন লামিন মোরো, গুইলহের্মে গোমেস ও ভূপিন্দর সিং। নতুন দল হলেও টুর্নামেন্টে নামধারি বেশ সুশৃঙ্খল পারফরম্যান্স দিচ্ছে।

ডুরান্ড কাপে আগের সাক্ষাৎ

এর আগে আগস্টে ডুরান্ড কাপে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার ইস্টবেঙ্গল ১-০ গোলে জিতেছিল, আর জয় এনে দিয়েছিলেন হামিদ আহাদাদ। তাই নামধারির কাছে এই ম্যাচ প্রতিশোধ নেওয়ার সুযোগও বটে।

কোচ অস্কার ব্রুজনের বার্তা

ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন বলেন, “নামধারি এই প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দল। আমাদের সর্বশক্তি দিয়ে নামতে হবে। সমর্থকদের প্রত্যাশা আমরা জানি, তাই এই ম্যাচকেই ফাইনাল হিসেবে দেখছি। কোনো রকম আত্মতুষ্টির সুযোগ নেই, শেষ তৃতীয়াংশে আরও নিখুঁত হতে হবে।”

দর্শকদের জন্য সুসংবাদ

আইএফএ ঘোষণা করেছে, ম্যাচে প্রবেশ একেবারে বিনামূল্যে। ফলে ফুটবলপ্রেমীরা বিনা খরচেই মাঠে গিয়ে ম্যাচ উপভোগ করতে পারবেন। একই সঙ্গে খেলা লাইভ দেখা যাবে SSEN অ্যাপে

একদিকে লাল-হলুদের ঐতিহ্য ও সমর্থকদের প্রত্যাশা, অন্যদিকে নতুন দলের চ্যালেঞ্জ নিয়ে গ্রুপ এ-র এই ডেসাইডার ম্যাচ হতে চলেছে হাড্ডাহাড্ডি। ইস্টবেঙ্গল শুধু ড্র করলেই ফাইনালে পৌঁছে যাবে, কিন্তু নামধারির কাছে এটি কর বা মর পরিস্থিতি। তাই মঙ্গলবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে দেখা যাবে এক উত্তেজনাপূর্ণ লড়াই, যেখানে সিদ্ধান্ত হবে কারা খেলবে ঐতিহাসিক ১২৫তম IFA Shield-এর ফাইনালে।