সন্তোষ ট্রফিতে বাংলার দায়িত্বে কে? সামনে এল বড় নাম

ifa-proposal-to-sanjoy-sen-for-coaching-bengal-team-santosh-trophy

ছয় বছরের অপেক্ষার পর গতবার সন্তোষ ট্রফিতে (Santosh Trophy) চ্যাম্পিয়ন হয় বাংলা। পুনরায় সেই দলের দায়িত্ব নেওয়ার প্রস্তাব পেয়েছেন কোচ সঞ্জয় সেন। রবিবার বা সোমবার কোচেস কমিটির তরফ থেকে চ্যাম্পিয়ন কোচকে সরাসরি প্রস্তাব দেওয়া হয়। সূত্রের খবর, এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে কয়েকদিন সময় চেয়েছেন সঞ্জয় সেন।

Advertisements

গতবারের সন্তোষ ট্রফি জেতার পর বাংলার ফুটবল মহলে সঞ্জয় সেনের দক্ষতা এবং কৌশল প্রশংসিত হয়েছিল। কোচেস কমিটির কর্তারা জানান, ‘সঞ্জয় সেনই বাংলার জন্য সেরা বাজি। তার অধীনে দল পুনরায় সাফল্য ছুঁয়ে ফেলবে বলে আমরা আশাবাদী। তবে শেষ সিদ্ধান্তটা তার ওপর নির্ভর করছে। তিনি রাজি না হলে বিকল্প নাম নিয়ে আলোচনা হবে।’

   

বিগত মরশুমে বাংলা দল দীর্ঘ ছয় বছরের বিরতির পর আবারো সন্তোষ ট্রফি জিতেছিল। ফাইনালে কেরলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতেছিল সমগ্র বাংলা ফুটবল পরিবার। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে রবি হাঁসদার গোল দলের জয় নিশ্চিত করেছিল। টুর্নামেন্টে ১২ গোল করে তিনি ইতিহাস গড়েন। এ জয়ের মাধ্যমে বাংলা দলের শীর্ষে থাকা ইতিহাস ৩৩তমবারের জন্য নিশ্চিত হলো।

এবারও বাংলাকে প্রাথমিক পর্বে খেলতে হবে না, গতবার চ্যাম্পিয়ন হওয়ার প্রক্রিয়াটিকে সহজতর করেছিল। এছাড়া, সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বাংলা ফুটবলারদের সরকারি চাকরির ব্যবস্থা করা হয়েছিল। এক্ষেত্রে নতুন খেলোয়াড়দের জন্য একটি প্রেরণার উৎস হিসেবে কাজ করেছে।

Advertisements

ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, সঞ্জয় সেনের অধীনে দলকে নতুন শক্তি ও কৌশলগত সমন্বয় দেওয়া সম্ভব হবে। তার দক্ষ নেতৃত্বে বাংলা দল পুনরায় জাতীয় পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রাখতে পারবে। তবে আইএফএ এবং কোচেস কমিটি এখন সঞ্জয় সেনের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

বাংলা ফুটবলের ভক্তরা আশাবাদী, শীঘ্রই চ্যাম্পিয়ন কোচের নেতৃত্বে দল আবারো মাঠে নিজেদের প্রতিভা প্রমাণ করবে। কোচেস কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিকল্প নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে সঞ্জয় সেন রাজি হলেই দল গঠনের কাজ শুরু হবে এবং নতুন মরশুমে বাংলা দলকে সর্বোচ্চ প্রস্তুতিতে মাঠে নামানো হবে।