বিগত কয়েক মাস ধরেই আইলিগ (I-League 2025) চ্যাম্পিয়ন ঘোষণা করা নিয়ে দেখা দিয়েছিল ব্যাপক জটিলতা। যারফলে দেশের ফুটবল সংস্থার আওতা থেকে পরবর্তীতে বিষয়টি গিয়েছিল আন্তর্জাতিক মঞ্চে। তারপর সেই টুর্নামেন্ট নিয়ে চূড়ান্ত রায় দিয়েছিল আন্তর্জাতিক ক্রীড়া আদালত। সেই অনুযায়ী ২০২৪-২৫ মরসুমের আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল বারাণসীর ইন্টার কাশী দলকে। নামধারী এফসি ও চার্চিল ব্রাদার্সকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছিল ইন্টার কাশী। তারপর থেকেই খুশির আমেজ দেখা দিয়েছিল দলের সকল ফুটবলার ও সমর্থকদের মধ্যে। কিন্তু এটা মানা সম্ভব ছিল না গোয়ার চার্চিল ব্রাদার্সের কাছে।
আদালতের এই রায়ের ফলে আইলিগ (I-League 2025) জয়ের তকমা হারাতে হয়েছিল গোয়ার এই ফুটবল ক্লাবকে। সেইসাথে বিশেষ জরিমানা ও করা হয়েছিল আইলিগের এই দলকে। এমন অসম্মান যে সহজে মেনে নেবে না চার্চিল ব্রাদার্স সেই আভাস মিলেছিল আগেই। তারপর নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই সম্পর্কিত একটি পোস্ট আপলোড করেছিল গোয়ার এই শক্তিশালী ফুটবল ক্লাবটি। সেখানে বলা হয়েছিল আইলিগ (I-League 2025) নিয়ে আইনি লড়াইয়ের পথে হাঁটবে চার্চিল। তখনই আন্দাজ পাওয়া গিয়েছিল যে এবার হয়তো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে চার্চিল কতৃপক্ষ। তবে সিএএসের সিদ্ধান্তের বিপক্ষে পরবর্তীতে আদৌও পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা সেই নিয়ে ও উঠতে শুরু করেছিল একাধিক প্রশ্ন চিহ্ন।
সেটাই হয় পরবর্তীতে। চার্চিল আইনি লড়াইয়ের পথ বেছে নিয়ে সুইস শীর্ষ আদালতে দ্বারস্থ হলেও তা খারিজ করে দেয় সুইস ফেডারেল সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ী আইলিগ জয়ী হিসেবে ইন্টার কাশীকেই গন্য করা হয়ে আসছে সমস্ত ক্ষেত্রে। এবার এই আইলিগ (I-League 2025) নিয়েই উঠে আসলো নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, খুব শীঘ্রই এবার আইলিগ (I-League 2025) ট্রফি হাতে পেতে চলেছে বারাণসীর এই ফুটবল ক্লাব। হ্যাঁ ঠিকই শুনেছেন। বর্তমানে সুপার কাপের জন্য গোয়ায় রয়েছে আন্তোনিও লোপেজ হাবাসের ইন্টার কাশী ফুটবল দল। সব ঠিকঠাক থাকলে আগামী ১লা নভেম্বর তাঁদের হাতে দেওয়া হতে পারে এই ঐতিহ্যবাহী ফুটবল ট্রফি।
যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি এই বিষয়টি। তবে সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো স্পষ্ট হয়ে যাবে এই বিষয়টি। এখন সেদিকেই নজর থাকবে প্রত্যেকের।



