ভারতীয় ফুটবলে যথেষ্ট পরিচিত একটি নাম হরমনজোত সিং খাবরা (Harmanjot Khabra)। জাতীয় দলের জার্সিতে নিজেকে প্রমাণ করার পাশাপাশি দেশের ক্লাব ফুটবলে ও যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছিলেন এই ভারতীয় ফুটবলার। একটা সময় দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল ক্লাব তথা ইস্টবেঙ্গলের জার্সিতে যথেষ্ট সক্রিয় থেকেছেন খাবরা (Harmanjot Khabra)। ডার্বি জয়ের পাশাপাশি একাধিক ট্রফি জয়ের ক্ষেত্রে অবদান থেকেছে এই ফুটবলারের। তাই সবদিক মাথায় রেখেই পরবর্তীতে তাঁকে দলে টানতে এগিয়ে এসেছিল ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব গুলি। সেক্ষেত্রে সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু দলের হয়ে যথেষ্ট সক্রিয় ছিলেন তিনি।
পরবর্তীতে যোগদান করেছিলেন দক্ষিণের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব তথা কেরালা ব্লাস্টার্সে। সেখানে ও চুটিয়ে খেলেছেন অনেকটা সময় পরবর্তীতে অর্থাৎ বছর কয়েক আগেই কার্লেস কুয়াদ্রাতের জামানায় ফের তাঁকে দলে টেনেছিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। সেই নিয়ে যথেষ্ট খুশির আমেজ দেখা গিয়েছিল সমর্থকদের মধ্যে। আসলে অভিজ্ঞ ফুটবলারের দলে থাকা নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস যুক্ত করে দলের মধ্যে। কিন্তু খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি তাঁর পক্ষে। চোটের সমস্যায় মাঠের বাইরে চলে যেতে হয়েছিল এই তারকাকে। পরবর্তীতে মরসুম শেষে তাঁকে বিদায় জানিয়েছিল ম্যানেজমেন্ট।
তারপর গত সিজনের শুরুতে দিল্লি এফসির সহকারী কোচ হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল পাঞ্জাবের এই তারকার। সেখানে বেশ কয়েকটি ম্যাচের পর অবসর ভেঙে ফের মাঠে ফেরেন হরমনজোত সিং খাবরা (Harmanjot Khabra)। যা ব্যাপকভাবে নজর কেড়েছিল সকলের। তবে এবারের এই নয়া সিজনে আইলিগের অন্যতম সক্রিয় ফুটবল ক্লাব রাজস্থান ইউনাইটেডের হয়ে খেলতে দেখা যেতে চলেছে পাঞ্জাবের এই দাপুটে মিডফিল্ডারকে।
বলাবাহুল্য, এবারের এই ফুটবল সিজনের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই ঘর গোছানোর কাজে হাত দিয়েছিল রাজস্থান। ইতিমধ্যেই দলের সঙ্গে যুক্ত করা হয়েছে একের পর এক ফুটবলারকে। সেই তালিকায় যুক্ত হলেন হরমনজোত সিং খাবরা (Harmanjot Khabra)। তাঁর দিকে নজর থাকবে সকলের।


