গতবারের মতো এবারও ডুরান্ড কাপ জয়ের মধ্য দিয়ে সিজন শুরু করেছিল নর্থইস্ট ইউনাইটেড (Northeast United FC)। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁরা পরাজিত করেছিল বাংলার অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব ডায়মন্ড হারবার এফসিকে। যা নিঃসন্দেহে চমকে দিয়েছিল সকলকে। পরবর্তীতে সেই ধারা বজায় রেখেই দেশের সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। একের পর এক ম্যাচে ধাক্কা খেয়ে ছিটকে যেতে হয়েছে গ্ৰুপ পর্বেই। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল সমর্থকরা। কিন্তু সেই হতাশা কাটিয়ে আসন্ন ফুটবল টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর নর্থইস্ট।
কিন্তু কবে থেকে শুরু হবে পরবর্তী টুর্নামেন্ট তথা দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ সেটা এখনও স্পষ্ট নয়। যারফলে বর্তমানে নিজেদের মতো করেই ছুটি কাটাচ্ছেন দলের ফুটবলাররা। তবে এসবের মাঝেই নিজের দেশের ফুটবল লিগে ব্যাপক নজর কাড়ছেন হামজা রেগ্রাগুই। গত ২০২৩-২০২৪ মরসুমে মরোক্কোর ফুটবল ক্লাব ওয়াদাদ অ্যাথলেটিক ক্লাব থেকে তাঁকে দলে টেনেছিল জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড (Northeast United FC)। শেষ সিজনে দলের হয়ে প্রায় এগারোটি ম্যাচ খেলেছিলেন এই মরোক্কান ডিফেন্ডার। যার মধ্যে একটি অ্যাসিস্ট ও ছিল বছর সাতাশের এই সেন্টার ব্যাকের।
হিসাব অনুযায়ী মে মাসের শেষ পর্যন্ত আইএসএলের এই ক্লাবের সঙ্গে চুক্তি ছিল এই তারকার। কিন্তু পরবর্তীতে তা আর বাড়ানোর সিদ্ধান্ত ছিল না ডুরান্ড কাপ জয়ীদের। যারফলে মনে করা হচ্ছিল যে নতুন সিজনে হয়তো অন্যত্র খেলবেন তিনি। সেটাই হয় শেষ পর্যন্ত। গত আগস্ট মাসে নিজের দেশের ক্লাবেই ফিরে যান এই ফুটবলার। যোগদান করেন ইউনিয়ন তোরগা স্পোর্টিফে। ইতিমধ্যেই সেই দলের হয়ে খেলে ফেলেছেন পাঁচটির ও বেশি ম্যাচ। বর্তমানে সেই দলে কোচের অন্যতম ভযসাযোগ্য ফুটবলার হিসেবে উঠে এসেছেন এই ডিফেন্ডার।


