Sunday, December 7, 2025
HomeSports NewsFootballসিডনি এফসিতে চুটিয়ে অনুশীলন গুরপ্রীতের

সিডনি এফসিতে চুটিয়ে অনুশীলন গুরপ্রীতের

- Advertisement -

জেরার্ড জারাগোজা এখন অতীত। গত কয়েক সিজন ধরেই বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। প্রথম বছরে খুব একটা ভালো পারফরম্যান্স না করতে পারলে ও তাঁর তত্ত্বাবধানে গত মরসুমে যথেষ্ট দাপটের সাথে খেলতে দেখা গিয়েছিল সুনীল ছেত্রীদের। ডুরান্ডের সেমিফাইনালে ছিটকে যাওয়ার পর দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলকে পাখির চোখ করেছিল বেঙ্গালুরু।সেইমতো প্রথম থেকেই যথেষ্ট নজরকাড়া ফুটবল খেলতে দেখা গিয়েছিল একবারের আইএসএল জয়ীদের। কিন্তু শেষ পর্যন্ত তা ধরে রাখা সম্ভব হয়নি।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে পরাজিত হতে হয়েছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। যা কিছুতেই মেনে নিতে পারেননি অনুরাগীরা। তবুও সেই হতাশা ভুলে এই নতুন সিজনে ও জেরার্ড জারাগোজার উপরেই ভরসা রেখেছিল ম্যানেজমেন্ট। কিন্তু এবারের সুপার কাপের গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী পাঞ্জাব এফসির কাছে পরাজিত হতে হয়েছিল জিন্দালের দলকে। নির্ধারিত সময়ের পর অমীমাংসিত ফলাফল থাকলেও টাইব্রেকারে বদলে যায় সমস্ত কিছু। সেখানেই পাঞ্জাবের কাছে আটকে গিয়ে ছিটকে গিয়েছিল কর্নাটকের এই ক্লাব।

   

সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিলেন সমর্থকরা। পরবর্তীতে জেরার্ড জারাগোজার দায়িত্ব ছাড়া নিঃসন্দেহে বিনা মেঘে বজ্রপাতের মতো পরিস্থিতি ছিল সকলের কাছেই। বর্তমানে দলের দায়িত্ব পালন করছেন রেনেডি সিং। এখনও পর্যন্ত আসন্ন প্রথম ডিভিশন লিগ অর্থাৎ আইএসএলের দিনক্ষণ স্পষ্ট না হলেও মনে করা হচ্ছে সব ঠিকঠাক থাকলে আগামী মাসের মাঝামাঝি থেকেই হয়তো শুরু হয়ে যাবে এই ফুটবল টুর্নামেন্ট। এখন সেদিকেই নজর রয়েছে প্রত্যেকের। তবে এসবের মাঝেই বিদেশি ফুটবল ক্লাবে নিজেকে ফিট রাখতে দেখা গেল বেঙ্গালুরু এফসির গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুকে। সম্প্রতি নিজের সোশ্যাল সাইটে সেই সম্পর্কিত বেশকিছু ছবি আপলোড করেছিলেন এই তারকা।

যেখানে সিডনি ফুটবল ক্লাবের ট্রেনিং এরিয়ায় দেখা যায় তাঁকে। সেই সাথে তিনি লেখেন, ‘ কিছু প্রশিক্ষণ সেশনে যোগদান থেকে নিজেকে আটকাতে পারিনি! বিশ্বমানের প্রশিক্ষণ সুবিধাটি ব্যবহার করার সুযোগ করে দেওয়ার জন্য সিডনি ফুটবল ক্লাব কে ধন্যবাদ।’

তারপরেই শোনা যায় যে ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতির সাপেক্ষে নিজের চুক্তি বিচ্ছিন্ন করতে চান এই স্প্যানিশ কোচ। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। যারফলে গত কয়েকদিন আগেই এই বিদেশি কোচের সঙ্গে চুক্তি ভঙ্গের কথা জানিয়ে দেয় ক্লাব। নিজেদের সোশ্যাল সাইটে সেই কথা ঘোষণা করতেই শোরগোল পড়ে যায় সর্বত্র। পরবর্তীতে নিজের পুরোনো ক্লাবে যোগদান করতে গ্ৰীসে উড়ে যান তিনি। আগামী বছর পর্যন্ত সেই দলের দায়িত্বে রয়েছেন কার্লেস কুয়াদ্রাতের এই প্রাক্তন সহকারী। অপরদিকে, অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বেঙ্গালুরু এফসির দায়িত্বে এসেছেন রেনেডি সিং।

পূর্বে এই ফুটবল ক্লাবের যুব দলের দায়িত্বে ছিলেন তিনি। তবে নতুন কোচ চূড়ান্ত না হওয়া পর্যন্ত এবার তাঁর উপরেই ভরসা রেখেছে জিন্দালের ক্লাব। একটা সময় হেড কোচের অবর্তমানে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের ও দায়িত্ব পালন করতে দেখা গিয়েছিল রেনেডি সিংকে‌। এবার লাল-হলুদের এই প্রাক্তনীর উপরেই ভরসা রাখল আইএসএল জয়ীরা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular