বাংলাদেশ ম্যাচের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার গুরপ্রীতের

gurpreet singh sandhu sunil chhetri

বর্তমানে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই ভারতীয় ফুটবল। একদিকে যেমন দেশের প্রথম ডিভিশন লিগ আয়োজনকে ঘিরে দেখা দিয়েছে ব্যাপক জটিলতা অন্যদিকে ঠিক তেমন ভাবেই হতশ্রী পারফরম্যান্স করে চলেছে জাতীয় দল। আগেই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়‌‌‌ থেকে ছিটকে গিয়েছিল ব্লু-টাইগার্স। যেটা নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা। তবুও নিয়মরক্ষার ম্যাচ গুলিতে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হচ্ছে না। বহু পরিকল্পনা নিয়ে দল সাজালেও বারংবার ধাক্কা খেতে হচ্ছে খালিদ জামিলকে।

Advertisements

গত কয়েকদিন আগেই দ্বিতীয় লেগের ম্যাচে প্রতিবেশী বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল। সম্পূর্ণ সময়ের শেষে একটি গোলের ব্যবধানে সেই ম্যাচে পরাজিত হতে হয় সন্দেশ ঝিঙ্গানদের। এমন লজ্জাজনক পারফরম্যান্স নিঃসন্দেহে প্রশ্ন তুলেছে সর্বত্র। তৎকালীন কোচ মানোলো মার্কেজের পর এবার খালিদ জামিলের ভূমিকা নিয়ে ও সংশয় প্রকাশ করতে শুরু করেছেন অনেকে। বিশেষ করে বাংলাদেশের কাছে গোল হজম করে শেষ পর্যন্ত পরাজয় যেন কিছুতেই মেনে নেওয়া সম্ভব নয় কারুর পক্ষেই। উল্লেখ্য, সেই ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারের মধ্যেই নিজেদের ভুল বোঝাবুঝির মাশুল গুনতে হয়েছিল ভারতকে।

   

এমন গোল হজম মেনে নিতে পারছেন না গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু‌ (Gurpreet Singh Sandhu)। অবশেষে কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে সেই ম্যাচ সম্পর্কিত একটি ছবি আপলোড করে তিনি লেখেন, ‘ ভারতীয় ফুটবল দলের এখন যে যাত্রা, পথই হোক না কেন, তা আমাদের কারণেই এবং এটি পরিবর্তন করার দায়িত্ব আমাদের। একটি দল হিসেবে, আমরা নিজেদের কাছ থেকে আরও বেশি আশা করি, এবং আমি আমার কাছ থেকে আরও বেশি আশা করি। এই ধরনের ফলাফল কষ্টদায়ক, কিন্তু এগুলি আমাদের মনে করিয়ে দেয় কেন আমরা এই খেলাটি খেলি এবং শেখার জন্য আরও শক্তিশালী হয়ে ফিরে আসি।’

Advertisements

আগামী ৩১ শে মার্চ হংকংয়ের বিরুদ্ধে এই টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। এখন এই ম্যাচে আদৌও জয় আসে কিনা সেটাই দেখার।