হোসে হেভিয়াকে নিয়ে অস্বস্তি গোকুলাম শিবিরে

Jose Hevia Appointed Gokulam Kerala FC Head Coach Ahead of I-League 2025-26"

গতবার আইলিগে ভালো ফুটবল খেললে ও চূড়ান্ত সাফল্য পায়নি গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। শেষ পর্যন্ত সাঁইত্রিশ পয়েন্ট নিয়ে লিগে টেবিলের চতুর্থ স্থানেই শেষ করেছিল এই ফুটবল ক্লাব। সেটা যথেষ্ট হতাশ করেছিল ম্যানেজমেন্টকে। প্রবল হতাশা দেখা দিয়েছিল দলের ফুটবলারদের মধ্যে। তবে পুরনো সমস্ত কিছু ভুলে আসন্ন নয়া সিজনে ঘুরে দাঁড়িয়ে সাফল্য পেতে মরিয়া গোকুলাম (Gokulam Kerala FC)। তাই সবদিক মাথায় রেখে গত কয়েক বছরের মতো এবার ও একাধিক হাইপ্রোফাইল ফুটবলারদের দলের সঙ্গে যুক্ত করে চমক দিয়েছিল ম্যানেজমেন্ট।

Advertisements

এক্ষেত্রে বিদেশি ফুটবলারদের পাশাপাশি একাধিক ভারতীয় প্রতিভার দিকেও নজর ছিল তাঁদের। সময় এগোনোর সাথে সাথেই তাঁদের অধিকাংশের সই করানোর কথা‌ জানিয়ে দিয়েছে দুইবারের আইলিগ জয়ী এই দল। তবে শুধুমাত্র ফুটবলার নয়। দলের কোচ সহ সাপোর্টিং স্টাফেদের ক্ষেত্রে ও সিজনের শুরুতে আমূল বদল এনেছিল ম্যানেজমেন্ট। সেইমতো নতুন দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল হোসে হেভিয়ার হাতে। ৫৩ বছর বয়সী এই স্প্যানিশ ম্যানেজারকে নিয়ে ব্যাপক প্রত্যাশা সকলের। কিন্তু মরসুমের শুরু থেকেই একের পর টুর্নামেন্টে নাস্তানাবুদ হয়েছে গোকুলাম (Gokulam Kerala FC)।

   

বিরাট পরিমান অর্থ খরচ করে ও দলের এমন বেহাল পরিস্থিতি কিছুতেই ভালোভাবে নিচ্ছে না ম্যানেজমেন্ট। আইএফএ শিল্ড হোক কিংবা অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট। দক্ষিণের এই ফুটবল ক্লাবের পারফরম্যান্স নিয়ে অখুশি সকলেই। যারফলে বর্তমান কোচের ভূমিকা নিয়ে উঠে আসতে শুরু করেছে একাধিক প্রশ্ন। তাহলে কি শক্তিশালী এই দল সামাল দিতে পারছেন না এই বিদেশি কোচ। এই প্রশ্ন উঠে আসতে শুরু করেছে ব্যাপকভাবে। এই পরিস্থিতিতে কোচ বদলের কথা ও শোনা যেতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে।

Advertisements

যারফলে আসন্ন আইলিগে হয়তো তাঁর বিকল্প হিসেবে অন্য কাউকে দলের দায়িত্বে আনতে পারে দক্ষিণের আইলিগ জয়ীরা। যদিও এখনও পর্যন্ত স্পষ্ট নয় এই বিষয়টি। মনে করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো স্পষ্ট হয়ে যাবে তাঁর অবস্থান।