কিছুদিন আগেই বন্ধ হয়ে গিয়েছে গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো। যেটি কাজে লাগিয়ে দল গঠনের কাজ সেরেছে দেশের প্রতিটি ফুটবল ক্লাব। তবে নানাবিধ সমস্যার পাশাপাশি প্রথম ও দ্বিতীয় ডিভিশন লিগের আয়োজন ঘিরে ব্যাপক অনিশ্চয়তা দেখা দেওয়ায় কিছুটা ধীরে চলো নীতি গ্ৰহন করেছিল ফুটবল ক্লাব গুলি। যারফলে পরবর্তীতে ফের সক্রিয়তা দেখাতে শুরু করে একাধিক ফুটবল দল। যার মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল গোকুলাম কেরালা এফসির (Gokulam Kerala FC) নাম। গত কয়েক মাসে একের পর এক দাপুটে ফুটবলারদের চূড়ান্ত করেছে ম্যানেজমেন্ট।
বলতে গেলে গতবারের হতাশা কাটিয়ে এবার চূড়ান্ত সাফল্য পেতে বদ্ধপরিকর দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেক্ষেত্রে রক্ষণভাগের পাশাপাশি দলের আক্রমণভাগকে ও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে গোকুলাম (Gokulam Kerala FC)। গত কয়েক মাসে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল কেভিসানিউ পেসেইয়ের নাম। শনিবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা স্পষ্ট করে দিয়েছে দুইবারের আইলিগ জয়ীরা। একটি সময় দিল্লি এফসি থেকে পেশাদার ফুটবলার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি।
পরবর্তীতে দেশের গন্ডি টপকে বিদেশে পাড়ি দিয়েছিলেন তিনি। যোগদান করেছিলেন থাইল্যান্ডের ফুটবল ক্লাবে। সেখান থেকেই গত বছর ফিরে এসেছিলেন নিজের দেশে। যোগদান করেছিলেন অসমীয়া ক্লাব মর্নিং স্টারে। সেখানে যথেষ্ট দাপুটে পারফরম্যান্স করেছিলেন কেভিসানিউ। যারফলে খুব সহজেই তাঁর দিকে নজর পড়েছিল একাধিক ফুটবল ক্লাবের। শেষ পর্যন্ত তাঁকে দলে টানার কথা জানিয়ে দিল দক্ষিণের এই আইলিগ জয়ীরা। এবারের এই সুপার কাপের মধ্য দিয়েই গোকুলাম কেরালার (Gokulam Kerala FC) জার্সিতে নিজেকে মেলে ধরার প্রয়াস থাকবে এই ফুটবলারের।
উল্লেখ্য, শেষ কয়েক সিজন ধরেই খুব একটা ছন্দে নেই গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। গত মরসুমে দাপটের সাথে ফুটবল খেললে ও চূড়ান্ত সাফল্য আসেনি। আইলিগ টেবিলের চতুর্থ স্থানেই শেষ করেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। তবে নিজেদের ভুল ত্রুটি শুধরে নিতে একাধিক হাইপ্রোফাইল ফুটবলারদের যুক্ত করার পরিকল্পনা ছিল দক্ষিণের এই দলের। সেই অনুযায়ী এবার নতুন মরসুমে নামছে দল।


