ট্রফি পাওয়ার লক্ষ্য নিয়ে এবার দল গঠনের কাজ শুরু করেছিল গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। যেখানে আক্রমণভাগের পাশাপাশি দলের রক্ষণভাগকে ও যথেষ্ট গুরুত্ব দিয়েছে ম্যানেজমেন্ট। বলাবাহুল্য, গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল একাধিক দেশি ও বিদেশি ফুটবলারের নাম। সেইমতো মালেমঙ্গাম্বা সিং থেকে শুরু করে গুরসিমরত গিল, জাংজিগান কুকি ও কিনশির মতো ফুটবলারদের দলে যোগদানের কথা জানিয়ে দিয়েছে দুইবারের আইলিগ জয়ীরা। তাঁদের নিয়ে এবার নতুন করে সাফল্য পাওয়ার স্বপ্ন দেখছে সমর্থকরা। কিন্তু শুধুমাত্র বিদেশি ফুটবলার নয়।
দেশীয় ফুটবলারদের নির্বাচনে ও যথেষ্ট চমক দিচ্ছে আইলিগের এই ফুটবল ক্লাব। কিছুদিন আগেই রক্ষণভাগ মজবুত করতে মাতিয়াস হার্নান্দেজের মতো দাপুটে স্প্যানিশ সেন্টার ব্যাককে দলে টেনেছে দক্ষিণের এই শক্তিশালী ফুটবল দল। যা নিঃসন্দেহে খুশি করেছিল সকল সমর্থকদের। ভারতের এই ফুটবল ক্লাবে যোগদান করার পূর্বে ব্রুনেইয়ের ডিপিএমএম এফসির সঙ্গে যুক্ত ছিলেন এই ফুটবলার। পাশাপাশি ইউরোপের ও বিভিন্ন ফুটবল দলে খেলার অভিজ্ঞতা রয়েছে এই বিদেশি তারকার। পাশাপাশি এবার ডিফেন্সিভ মিডে ও দেখা যেতে চলেছে চমক।
He’s no stranger to Kerala football. 🔥
From Manipur to Malabar, welcome Craig Mangkhanlian, our new defensive midfield wall! 💪⚽️#gkfc #malabarians #gokulamkeralafc #indianfootball pic.twitter.com/bW0WJwGEzS— Gokulam Kerala FC (@GokulamKeralaFC) October 21, 2025
এবার মনিপুরের এক ডিফেন্সিভ মিডফিল্ডারকে দলে টানল গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। তিনি ক্রেইগ ম্যাংখানলিয়ান। পূর্বে কলকাতা ফুটবল লিগের দল ভবানীপুরের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এছাড়াও তার আগে কেরালা ইউনাইটেড থেকে শুরু করে হিন্দুস্থান এফসির হয়ে খেলেছিলেন এই ফুটবলার। আসন্ন আইলিগে নিজেকে কতটা মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার বিষয়।