HomeSports NewsFootballজাতীয় দলের এই লেফট ব্যাককে দলে টানল গোকুলাম

জাতীয় দলের এই লেফট ব্যাককে দলে টানল গোকুলাম

- Advertisement -

দক্ষিণের অন্যতম শক্তিশালী দল গুলির মধ্যে একটি গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। শেষ কয়েকটি মরসুম তাঁদের জন্য খুব একটা ইতিবাচক না হলেও যথেষ্ট দাপটের সাথে খেলে আসছে আইলিগের এই ফুটবল দলটি। বিশেষ করে গতবছর আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থেকেই নিজেদের সিজন শেষ করেছিল গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। সেই হতাশা কাটিয়ে এবার সাফল্য পেতে বদ্ধপরিকর দুইবারের আইলিগ জয়ীরা। তবে এবারের শুরুটা ও খুব একটা আশানুরূপ হয়নি তাঁদের জন্য। বহু প্রত্যাশা নিয়ে এবারের আইএফএ শিল্ডে নেমেছিল দল।

কিন্তু খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছিল গতবারের আইএসএল জয়ী দল মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। তারপর জয় পাওয়ার লক্ষ্য থাকলেও ধাক্কা খেতে হয়েছিল ময়দানের আরেক শক্তিশালী ফুটবল দল ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কাছে। যারফলে হতাশাজনক ভাবে শেষ করতে হয়েছে আইএফএ শিল্ড। এবার নিজেদের ভুলত্রুটি শুধরে নিয়ে আসন্ন টুর্নামেন্টে নিজেদের মেলে ধরতে বদ্ধপরিকর গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। সেইমতো গত কয়েক মাস ধরে দল গঠনের কাজে জোর দিয়েছিল ম্যানেজমেন্ট।

   

এবার সেই তালিকায় যুক্ত হলেন মালেমসাম্বা সিং থকচম। এই তরুণ লেফট ব্যাককে দলের সঙ্গে যুক্ত করার মধ্য দিয়ে নিজেদের রিজার্ভ বেঞ্চকে আরও শক্তিশালী করে তুলল গোকুলাম কেরালা (Gokulam Kerala FC)। পূর্বে বেঙ্গালুরু এফসির যুব দলের হয়ে যথেষ্ট নজর কেড়েছিলেন এই লেফট ব্যাক। বলতে গেলে যখনই তাঁকে মাঠে নামিয়েছেন কোচ, তখনই নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন এই ফুটবলার। অবশেষে আজ তাঁর জীবনের বিশেষ দিনে নিজেদের দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা জানিয়ে দেন গোকুলাম কেরালা এফসি।

তবে শুধুমাত্র ক্লাব ফুটবল নয়, জাতীয় দলের জার্সিতে অনূর্ধ্ব উনিশের সাফ চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই মনিপুরী। এবার নতুন চ্যালেঞ্জ। আইলিগের এই ফুটবল ক্লাবের হয়ে নিজেকে মেলে ধরার পাশাপাশি জাতীয় দলের জন্য নিজেকে প্রমাণ করার তাগিদ রয়েছে এই ডিফেন্ডারের।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular