চার্চিলের এই ডিফেন্ডারকে দলে টানল আইলিগের এই দল

gokulam-kerala-fc-signs-churchill-brothers-defender-trizoy-dias-i-league-2025-goan-transfer

চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট নিয়ে এই বছর ঘর গোছানোর কাজ শুরু করেছিল গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। যেখানে আক্রমণভাগের পাশাপাশি দলের রক্ষণভাগে ও রয়েছে সমান গুরুত্ব। বিশেষ করে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল একাধিক দেশি ও বিদেশি ফুটবলারের নাম। পরবর্তীতে চূড়ান্ত হতে থাকে প্রত্যেকে। যেখানে গুরসিমরত গিল, থেকে শুরু করে জাংজিগান কুকি ও কিনশির মতো ফুটবলাররা সকলেই যোগ দিয়েছেন আইলিগের এই দলে। বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় ক্ষেত্রে ও রয়েছে চমক।

Advertisements

কিছুদিন আগেই রক্ষণভাগ মজবুত করতে মাতিয়াস হার্নান্দেজের মতো দাপুটে স্প্যানিশ সেন্টার ব্যাককে দলে টেনেছে দক্ষিণের এই শক্তিশালী ফুটবল দল। যা নিঃসন্দেহে খুশি করেছিল সকল সমর্থকদের। ভারতের এই ফুটবল ক্লাবে যোগদান করার পূর্বে ব্রুনেইয়ের ডিপিএমএম এফসির সঙ্গে যুক্ত ছিলেন এই ফুটবলার। পাশাপাশি ইউরোপের ও বিভিন্ন ফুটবল দলে খেলার অভিজ্ঞতা রয়েছে এই বিদেশি তারকার। পাশাপাশি এবার ডিফেন্সিভ মিডে ও দেখা গিয়েছে চমক।
মনিপুরী ফুটবলার ক্রেইগ ম্যাংখানলিয়ান ও এসেছেন দলে।

এবার যুক্ত হলেন ট্রিজয় স্যাভিও ডায়াস। উল্লেখ্য, শেষ দুইটি মরসুমে আইলিগের ফুটবল দল চার্চিল ব্রাদার্সের সঙ্গে যুক্ত ছিলেন এই গোয়ান ফুটবলার। যেখানে মোট সাতটি গোল করার পাশাপাশি দুইটি ও অ্যাসিস্ট ও ছিল তাঁর। সাতাশ বছর বয়সী এই ফুটবলারের দৌলতে আইলিগ জয়ী করার অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল চার্চিল ব্রাদার্স। যদিও ভাগ্য সুপ্রসন্ন ছিল না গোয়ার এই ফুটবল ক্লাবের। আন্তজার্তিক আদালতের সিদ্ধান্ত তাঁদের বিরুদ্ধে যাওয়ায় চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয় আন্তোনিও লোপেজ হাবাসের ইন্টার কাশী ফুটবল ক্লাবকে।

Advertisements

সেই সব ভুলে এবার গোকুলাম কেরালা এফসির (Gokulam Kerala FC) হয়ে নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো আইলিগ জয় করতে মরিয়া এই গোয়ান ফুটবলার।