HomeSports NewsFootballজয় পেল গোকুলাম, হারের হ্যাটট্রিক করে সুপার কাপ শেষ করল মহামেডান

জয় পেল গোকুলাম, হারের হ্যাটট্রিক করে সুপার কাপ শেষ করল মহামেডান

- Advertisement -

একেবারে ও সিজনের শুরুটা ভালো হয়নি মহামেডান স্পোর্টিং ক্লাবের। প্রথমে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে ভালো পারফরম্যান্স করার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি ডায়মন্ড হারবার এফসির মতো দলের কাছে ও আটকে যেতে হয়েছিল সাদা-কালো ব্রিগেডকে।এমনকি একটা সময় এবারের সুপার কাপে (Super Cup 2025) অংশগ্রহণ করা নিয়েও ব্যাপক ধোঁয়াশা দেখা দিয়েছিল এই ফুটবল দলের। তবে পরবর্তীতে সীমিত শক্তি নিয়েই গোয়া উড়ে এসেছিল মহামেডান। এক্ষেত্রে তরুণ প্রতিভাদের উপর ভরসা রেখেই টুর্নামেন্টে নেমেছিল ময়দানের এই প্রধান।

কিন্তু খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। প্রথম ম্যাচেই ধাক্কা খেতে হয়েছিল সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসির কাছে। তারপর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। আটকে যেতে হয়েছিল পাঞ্জাব এফসির কাছে। যারফলে পরবর্তী রাউন্ডে যাওয়া রাস্তা সেখানেই শেষ হয়ে গিয়েছিল সাদা-কালো শিবিরের। তবে বুধবার বিকেলে নিজেদের শেষ ম্যাচে গোকুলাম কেরালা এফসিকে পরাজিত করে অন্তত তিন পয়েন্ট সংগ্রহ করেই শহরে ফেরার লক্ষ্য ছিল মেহেরাজুদ্দিন ওয়াডুর ছেলেদের। কিন্তু এবার শেষ ম্যাচে ও জোর ধাক্কা খেল মহামেডান।

   

সম্পূর্ণ সময়ের শেষে ৩-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিল আইলিগের শক্তিশালী ফুটবল ক্লাব তথা গোকুলাম কেরালা এফসি। এদিন দক্ষিণের এই দলের হয়ে গোল করে যান যথাক্রমে অ্যালবার্ট টোরাস, স্যামুয়েল কিনশি এবং হুয়ান কার্লোস রিকো আজোরিন। যারফলে শূন্য হাতেই কলকাতায় ফিরতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে, টানা দুইটি ম্যাচে পরাজিত হওয়ার পর এবার জয় দিয়েই সুপার কাপ অভিযান শেষ করল দুইবারের আইলিগ জয়ীরা। তবে এদিন সুযোগ বুঝেই প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিয়েছিলেন মহামেডানের ফুটবলাররা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

ম্যাচের ২৮ মিনিটের মাথায় অ্যালবার্টের গোলে এগিয়ে গিয়েছিল কেরালার এই ফুটবল ক্লাব। তারপর বেশ কয়েকবার প্রতি আক্রমণে উঠে আসলেও গোলের মুখ খুলতে পারেনি মহামেডান। যারফলে প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে ছিল কেরালার এই ক্লাবটি। তারপর চতুর্থ কোয়ার্টারের শেষের দিকে গোল করে যান কিনশি। তারপর সময় যত এগিয়েছে প্রতি আক্রমণে এসে ব্যবধান কমানোর লক্ষ্য ছিল ব্ল্যাক প্যান্থার্সদের। কিন্তু কাজে কাজ হয়নি। বরং ৮৬ মিনিটের মাথায় ফের গোল হজম করে ময়দানের এই প্রধান। পরবর্তীতে অতিরিক্ত ৫ মিনিট সময় সংযুক্ত করা হলেও গোলের মুখ খুলতে ব্যর্থ থাকে আইএসএলের এই দল।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular