
কলকাতা আবার ফুটবলের মহোৎসবের প্রস্তুতি নিচ্ছে। ২০১১ সালের সেই স্মরণীয় রাতের পর ১৪ বছর কেটে গিয়েছে। যুবভারতীর আলোয় ভেনেজুয়েলার বিরুদ্ধে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নেমেছিলেন তরুণ লিয়োনেল মেসি (Lionel Messi)। সে বার তাঁর নামের সঙ্গে ‘বিশ্বজয়ী’ পরিচয়টি জুড়ে ছিল না। সময় অনেক বদলেছে। এবার কলকাতায় আসছেন তিনিই, বিশ্বকাপজয়ী অধিনায়ক। এমএলএস কাপ সবে জেতানো ইন্টার মায়ামির নেতা, লিও মেসি।
স্টেডিয়াম নয় ঘরে বসে কী ভাবে দেখবেন ‘মেসি ম্যাজিক’? রইল বিস্তারিত
শহরে পা রাখবেন শুক্রবার গভীর রাতে রাত ১.৩০। হিসেব অনুযায়ী তখনই কলকাতার মাটি ছোঁবে মেসির বিমান। তখনই শহর ঢুকে পড়বে মোহনীয় উত্তেজনায়। হোটেলে সামান্য বিশ্রামের পর শুরু হবে তাঁর ঘন্টায় ঘন্টায় সাজানো ব্যস্ত সূচি। এক ফোঁটা সময়ও নষ্ট করার সুযোগ নেই, তাঁর ভক্তদের চোখও হয়তো ঘুমোবে না সেদিন।
মিট অ্যান্ড গ্রিট থেকে ভার্চুয়াল মূর্তি উন্মোচন
শনিবার সকাল ৯.৩০ থেকে শুরু হবে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান। এরপর সকাল ১০.৩০ থেকে ১১.১৫ ভার্চুয়ালি উন্মোচন করা হবে এলএম টেনের মূর্তি। তারপরই যুবভারতীর উদ্দেশে রওনা। স্টেডিয়ামে তখন একে একে হাজির হবেন তারকারা।
সকাল ১১.৩০: শাহরুখ খান
দুপুর ১২টা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়কেও
ফুটবল, সেলিব্রিটি আড্ডা, সংবর্ধনা দুপুর ১২টা থেকে ১২.৩০ পর্যন্ত চলবে এক বিশেষ পর্ব। তারপরই বিমানবন্দরের পথে। দুপুর ২টোয় হায়দরাবাদের উদ্দেশে উড়ে যাবেন মেসি। সব মিলিয়ে মাত্র সাড়ে ১২ ঘণ্টা, কিন্তু আবেগে ভরা এক সফর।
নিরাপত্তায় নজিরবিহীন প্রস্তুতি
মুখ্যমন্ত্রী, শাহরুখ, সৌরভ তারকাদের উপস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থাও সর্বোচ্চ কড়াকড়ি। বিধাননগর পুলিশ কমিশনারেটের নেতৃত্বে প্রায় দুই হাজার পুলিশ মোতায়েন থাকবে। শহরের বিভিন্ন এলাকা থেকে ইন্সপেক্টর, এসআই, কনস্টেবলরা থাকবেন দায়িত্বে, সঙ্গে র্যাফ। যাতায়াতে কড়া নিয়ন্ত্রণ, পার্কিংয়ের বিশেষ নির্দেশিকা সবই তৈরি।
পেলে, মারাদোনা, মেসি শহর আগেও দেখেছে বিশ্বের সেরাদের। তবু প্রত্যাবর্তনের উত্তেজনা আলাদা। ২০১১ সেই তরুণ প্রতিভা আজ কিংবদন্তি। আবার দেখা হবে তাঁর সঙ্গে, আবার গর্জে উঠবে যুবভারতী। ১৪ বছর পর আবার এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে কলকাতা। মেসি উন্মাদনার কাছে শহর নিজেকে আবার নতুন করে চিনে নেবে।










