বেঙ্গালুরু এখন অতীত, নিজের প্রাক্তন ক্লাবেই ফিরলেন জারাগোজা

gerard zaragoza

গত আইএসএল যথেষ্ট দাপটের সাথে খেলেছিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। যারফলে সুপার সিক্সে উঠে আসতে খুব একটা অসুবিধা হয়নি। তারপর জেরার্ড জারাগোজার (Gerard Zaragoza) তত্ত্বাবধানে দল চলে গিয়েছিল ফাইনালে। কিন্তু সেখানেই আটকে যেতে হয়েছিল হোসে মোলিনার মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। সেই হতাশা কাটিয়ে এই সিজনে দলকে সাফল্য দিতে বদ্ধপরিকর ছিলেন এই স্প্যানিশ কোচ। সেইমতো সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপকে পাখির চোখ করেছিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। কিন্তু ভালো খেলেও ছিটকে যেতে হয়, পাঞ্জাব এফসির কাছে পরাজিত হয়ে।

Advertisements

সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল সমর্থকরা। মনে করা হচ্ছিল যে এই পরাজয় ভুলে আসন্ন ফুটবল টুর্নামেন্টে হয়তো ঘুরে দাঁড়াবে দল। কিন্তু তাঁর মাঝেই সকলকে চমকে দেয় জারাগোজার (Gerard Zaragoza) দল ছাড়ার বিষয়টি। তবে খারাপ পারফরম্যান্সের জন্য নয়‌। বরং ভারতীয় ক্লাব ফুটবলের বর্তমান পরিস্থিতি ও আগামী দিনের অনিশ্চিত রোড ম্যাপের দিকে নজর রেখেই গত কয়েকদিন আগে ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন জারাগোজা (Gerard Zaragoza)। তাতে সম্মান জানিয়েছে ম্যানেজমেন্ট। এছাড়াও সম্পর্ক ছিন্ন করেছেন বাকি সাপোর্টিং স্টাফেরা।

   

নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানিয়ে দিয়েছিল কর্নাটকের এই ফুটবল ক্লাব। সেইসময় থেকেই শোনা যাচ্ছিল যে গ্ৰীসের একটি ফুটবল ক্লাবের তরফে প্রস্তাব পেয়েছেন জারাগোজা (Gerard Zaragoza)। মনে করা হচ্ছিল যে সেখানেই হয়তো ফিরবেন তিনি। সেটাই হলো এবার। গত শনিবার নিজের পুরনো ফুটবল ক্লাব প্যানসেরাইকোসে যোগ দিয়েছেন তিনি। আগামী ২০২৬ সালের জুন মাস পর্যন্ত এই ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে তাঁর। পরবর্তীতে পারফরম্যান্সের ভিত্তিতে তা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে সেই ক্লাব ম্যানেজমেন্ট। উল্লেখ্য, গত ২০২১-২০২২ সালে এই ফুটবল দলে বেশ কিছুটা সময় কাটিয়েছেন জারাগোজা (Gerard Zaragoza)।

Advertisements

এবার সেই ক্লাবেই ফিরলেন তিনি। ভারতীয় ক্লাব ফুটবলের বর্তমান পরিস্থিতি ভুলে এবার এখানেই মনোনিবেশ করতে চান এই স্প্যানিশ কোচ।