বেঙ্গালুরু এফসি ছাড়লেন জারাগোজা, কোথায় যাচ্ছেন?

Gerard Zaragoza Reacts After Bengaluru FC’s Victory

গত ২০২৩ সাল থেকেই বেঙ্গালুরু এফসির দায়িত্ব পালন করে আসছিলেন জেরার্ড জারাগোজা‌ (Gerard Zaragoza)। নিজের প্রথম মরসুমে খুব একটা নজর করা সম্ভব না হলেও ধীরে ধীরে দলকে গুছিয়ে তুলছিলেন এই স্প্যানিশ কোচ। এমনকি সাইমন গ্ৰেসনের পর দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম সহজ সুযোগ ছিল এই বিদেশি কোচের কাছে। কিন্তু কার্লেস কুয়াদ্রাত সফল হলেও সাইমনের পর টুর্নামেন্টের ফাইনালেই পরাজিত হতে হয়েছিল জেরার্ড জারাগোজার ছেলেদের। গতবারের এই টুর্নামেন্টের প্রথম থেকেই যথেষ্ট দাপটের সাথে খেলেছিল বেঙ্গালুরু।

Advertisements

যারফলে সুপার সিক্সে উঠে আসতে খুব একটা অসুবিধা হয়নি। তারপর একের পর এক দলকে হারিয়ে আইএসএলের দলকে নিয়ে গিয়েছিলেন ফাইনালে। কিন্তু সেখানেই আটকে যেতে হয়েছিল হোসে মোলিনার মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। সেই হতাশা কাটিয়ে এই সিজনে দলকে সাফল্য দিতে বদ্ধপরিকর ছিলেন এই স্প্যানিশ কোচ। সেইমতো সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপকে পাখির চোখ করেছিল বেঙ্গালুরু এফসি। কিন্তু ভালো খেলেও ছিটকে যেতে হয়, পাঞ্জাব এফসির কাছে পরাজিত হয়ে। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল সমর্থকরা।

   

মনে করা হচ্ছিল যে এই পরাজয় ভুলে আসন্ন ফুটবল টুর্নামেন্টে হয়তো ঘুরে দাঁড়াবে দল। কিন্তু তাঁর মাঝেই এবার সকলকে চমকে দিল এক নয়া তথ্য। এবার কর্নাটকের এই ফুটবল ক্লাব ছাড়ছেন জারাগোজা। হ্যাঁ ঠিকই শুনেছেন। তবে খারাপ পারফরম্যান্সের জন্য নয়‌। বরং ভারতীয় ক্লাব ফুটবলের বর্তমান পরিস্থিতি ও আগামী দিনের অনিশ্চিত রোড ম্যাপের দিকে নজর রেখেই নাকি ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন জারাগোজা। তাতে সম্মান জানিয়েছে ম্যানেজমেন্ট। এছাড়াও কিছু সময় আগেই চুক্তি ছিন্ন করেছিলেন দলের বাকি কোচিং স্টাফেরা। এবার সেই পথেই হাঁটলেন বেঙ্গালুরু এফসির হেডকোচ।

Advertisements

কিছু সময় আগেই নিজেদের সোশ্যাল সাইটে সেই কথা জানিয়ে দিয়েছে আইএসএল জয়ী এই ফুটবল দল। যেখানে জারাগোজার একটি ছবি আপলোড করে লেখা হয়েছে,’বেঙ্গালুরু এফসি পারস্পরিক চুক্তির মাধ্যমে প্রধান কোচ জেরার্ড জারাগোজার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। সহকারী কোচ সেবাস্তিয়ান ভেগা এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ, ইওনিস গকিওকাসও ক্লাব ছেড়েছেন। ক্লাবটি জেরার্ড এবং তার কর্মীদের বেঙ্গালুরু এফসিতে তাদের সময় কাটানোর জন্য ধন্যবাদ জানাতে চায় এবং আমরা তাঁকে একটি নতুন চ্যালেঞ্জের জন্য শুভকামনা জানাই।’ মনে করা হচ্ছে এবার গ্ৰীসের একটি ফুটবল ক্লাবে যোগদান করতে পারেন জারাগোজা।