Monday, December 8, 2025
HomeUncategorizedISL খেলার দরকার নেই, পরামর্শ ইস্টবেঙ্গলকে

ISL খেলার দরকার নেই, পরামর্শ ইস্টবেঙ্গলকে

- Advertisement -

ইস্টবেঙ্গল (East Bengal) সচিবকে কড়া চিঠি পাঠালেন সৈয়দ রহিম নবি, প্রশান্ত বন্দোপাধ্যায়, মিহির বসু, কৃষ্ণেন্দু রায়, সুমিত মুখোপাধ্যায়, বিকাশ পাঁজি সহ ক্লাবের একাধিক প্রাক্তন ফুটবলাররা। ভালো দল গঠন না হলে আসন্ন মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ না খেলার পরামর্শ তারা দিয়েছেন।

 ফুটবলাররা সেই চিঠিকে লিখেছেন, “ইস্টবেঙ্গলের অগুণিত সমর্থকদের মতো আমরাও চিন্তিত ক্লাবের ভবিষ্যত নিয়ে। ২৪-২৫ দিন পার হয়ে গেলেও এখনও না চুক্তি সম্পাদিত হয়েছে না প্লেয়ার সই হয়েছে। এই অবস্থায় আমরা চাই ক্লাব এবং ইনভেস্টারের যৌথ উদ্যোগে এবছর ইস্টবেঙ্গল তার পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনুক।”

   

“আপনারা তখনই টিম নামান যখন আইএসএল-এর উপযুক্ত টিম করতে পারবেন। আর যদি না পারেন তবে লোক দেখানো টিম নামিয়ে ক্লাবের ইতিহাসকে কালিমালিপ্ত করবেন না”, চিঠিতে উদ্বেগের কথা প্রকাশ করছেন তাঁরা।

Former East Bengal footballers suggest club management not to play in ISL

ইস্টবেঙ্গল ইনভেস্টর পেয়ে গেলেও এখনও কোনো চুক্তি করা হয়নি। ফলে ট্রান্সফার উইন্ডো খুলে যাওয়ার পরেও নতুন প্লেয়ার সইয়ের খবর পাওয়া যায়নি এখনও। যা পরিস্থিতি তাতে আরও অপেক্ষা করা ছাড়া উপায় নেই। খুব দেরি হয়ে গেলেও সমস্যা। গত মরশুমের খেলোয়াড়রা দল ছেড়ে চলে যেতে পারেন। যেমন ক্লাবে ধরে রাখা যায়নি মহম্মদ রফিককে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular