ফিফা বিশ্বকাপের পুরো গ্রুপ ড্র প্রকাশ! আপনার দল কোথায়?

ডিসেম্বরেই বেজে গেল বিশ্বকাপের বাদ্যি (FIFA World Cup 2026)। নির্ধারিত সূচি অনুসারে এদিন ভারতীয় সময় রাত সাড়ে দশটায় আয়োজিত হয়েছিল ফিফা ফুটবল বিশ্বকাপের ড্র। মার্কিন…

fifa-world-cup-2026-group-draw-full-list-teams-placement

ডিসেম্বরেই বেজে গেল বিশ্বকাপের বাদ্যি (FIFA World Cup 2026)। নির্ধারিত সূচি অনুসারে এদিন ভারতীয় সময় রাত সাড়ে দশটায় আয়োজিত হয়েছিল ফিফা ফুটবল বিশ্বকাপের ড্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগমনের পাশাপাশি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছিল এই অনুষ্ঠান। তারপর ধীরে ধীরে এগিয়ে আসে সেই মাহেন্দ্রক্ষণ। যার অপেক্ষায় ছিল গোটা বিশ্বের অগণিত ফুটবলপ্রেমীরা। আগামী ১১ই জুন ২০২৬ শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। তাঁর আগে প্রতিটি দলকে মোট চারটি পটে ভাগ করা হয়েছিল।

Advertisements

প্রতিটি পটে চারটি করে দল স্থান পায়। সব মিলিয়ে গ্রুপ ‘এ’ থেকে শুরু করে গ্ৰুপ ‘এল’ পর্যন্ত মোট ১২টি গ্রুপ রয়েছে এবার। গ্রুপ ‘এ’তে রয়েছে যথাক্রমে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া এবং প্লে-অফ ডি বিজয়ী দল। গ্রুপ ‘বি’ তে রয়েছে কানাডা, প্লে-অফ এ বিজয়ী, কাতার এবং সুইৎজারল্যান্ড। গ্ৰুপ ‘সি’ তে স্থান পেয়েছে পেলের দেশ ব্রাজিল। এছাড়াও রয়েছে মরক্কো, হাইতি, স্কটল্যান্ড। গ্ৰুপ ‘ডি’ তে রয়েছে আমেরিকা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া এবং প্লে-অফ সি বিজয়ী। গ্ৰুপ ‘ই’ তে রয়েছে যথাক্রমে অলিভার কানদের জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট এবং ইকুয়েডর।

   

গ্ৰুপ ‘এফ’ এ রয়েছে নেদারল্যান্ডস, জাপান, টিউনিসিয়া এবং প্লে-অফ বি জয়ী দল। গ্ৰুপ ‘জি’ তে সুযোগ পেয়েছে বেলজিয়াম, ইজিপ্ট, ইরান এবং নিউজিল্যান্ড। গ্ৰুপ ‘এইচ’ স্থান করে নিয়েছে স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব এবং উরুগুয়ে। গ্ৰুপ ‘আই’ তে স্থান করে নিয়েছে যথাক্রমে ফ্রান্স, সেনেগাল, প্লে-অফ টু বিজয়ী এবং নরওয়ে। ‘জ’ বিভাগে রয়েছে গতবারের বিজয়ী আর্জেন্টিনা। এবারও তাঁদের দিকে নজর থাকবে সকলের। পাশাপাশি স্থান করে নিয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। গ্ৰুপ ‘কে’ তে রয়েছে পর্তুগাল, প্লে-অফ ওয়ান জয়ী, উজবেকিস্তান, এবং কলম্বিয়া‌।

অন্তিম ভাগ অর্থাৎ গ্রুপ ‘এল’ এ রয়েছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা এবং পানামা। উল্লেখ্য, একাধিক গ্রুপে এখনো পর্যন্ত কয়েকটি দেশের নাম স্পষ্ট না হলেও আগামী কয়েক মাসের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে সমস্ত কিছু।

Advertisements